• শনিবার, ১৮ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ন্যাপ নেতা মোজাম্মেল হক খানের নাগরিক শোকসভা

কিশোরগঞ্জে ন্যাপ নেতা
মোজাম্মেল হক খানের
নাগরিক শোকসভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা ন্যাপ সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি, জেলা পাবলিক লাইব্রেরির সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোজাম্মেলল হক খান রতনের মৃত্যুতে নাগরিক শোকসভা হয়েছে। তিনি দূরারোগ্য ব্যধিতে আক্রন্ত হয়ে গত ২২ ডিসেম্বর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ ৮ জানুয়ারি শুক্রবার সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তুর সভাপতিত্বে এবং শোকসভা কমিটির আহবায়ক জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ডা. আবদুল হাইয়ের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন পিপি শাহ আজিজুল হক, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, জেলা বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া, জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক খান সাজন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকি, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মণ, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, সিপিবি নেতা আবুল হাশেম মাস্টার, তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা কমিটির নেতা নজরুল ইসলাম শাহজাহান, সাংবাদিক হেলাল উদ্দিন, মোজাম্মেল হক খানের ভাগ্নে তৌকিরুজ্জামান প্রমুখ।

বক্তাগণ বলেন, মোজাম্মেল হক খান রতন ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে ১৫ দলের মনোনয়নসহ দু’বার সংসদ নির্বাচন করেছেন। তিনি মৃত্যুর আগে ন্যাপের (মোজাফফর) জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যখন জেলা বারের সভাপতি ছিলেন, তার সঙ্গে তিনি সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গেও একজন সক্রিয় সংগঠক হিসেবে যুক্ত ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, সজ্জন ও কৌতুকপ্রিয় মানুষ। দলমত নির্বিশেষে সবার সঙ্গেই তার অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি ব্যক্তি জীবনে নিরহংকার, সাদামাটা এবং নির্লোভ মানুষ ছিলেন। সবাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *