• শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফের
মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

# নিজস্ব প্রতিবেদক :-

আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ শহর কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬-এ আওয়ামী লীগ সরকার গঠন করলে তখন তিনি বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আবার দল ক্ষমতায় গেলে তিনি এলজিআরডি মন্ত্রী হয়েছিলেন। পরবর্তী সরকারেও তিনি এলজিআরডি মন্ত্রী এবং মৃত্যুর আগে জনপ্রশাসন মন্ত্রী ছিলেন। তিনি পর পর দু’বার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি সম্মেললের মাধ্যমে প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *