• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে কোয়ারেন্টইন থেক মুক্ত হলেন ১৭৫ জন

কিশোরগঞ্জে কোয়ারেন্টইন
থেক মুক্ত হলেন ১৭৫ জন

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়ে মুক্তি মিলেছে ১৭৫ জনের। জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। ২২ মার্চ রোববার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে একটি জরুরী সভা চলাকালে তিনি জানিয়েছেন, কিশোরগঞ্জে রোববার পর্যন্ত মোট ৫০৮ জন বিদেশ ফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে ১৪ দিন করে কোয়ারেন্টইনে থেকে মোট ১৭৫ জন করোনামুক্ত হিসেবে ছাড়পত্র পেয়েছেন। আর রোববার মোট ৩৩৩ জন কোয়ারেন্টাইনে ছিলেন। এর মধ্যে অষ্টগ্রামে দু’টি স্কুল ভবনে ১৫ জন এবং ভৈরবের ট্রমা সেন্টারে ১৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কিশোরগঞ্জে এখন পর্যন্ত কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলেও তিনি জানিয়েছেন। তবে দু’সপ্তাহ আগে হোসেনপুরে ইতালি থেকে এক মহিলা আসলেও তিনি সুস্থ আছেন। কিন্তু তার স্বামী প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন। তাকে পরীক্ষা করা হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ছাড়াও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *