• বুধবার, ২২ মে ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

ভৈরবে রোপা আমনের ভালো ফলন ও বাজার মূল্যে খুশি কৃষক ব্যর্থ সরকারের ধান সংগ্রহ কর্মসূচি

ভৈরবে রোপা আমনের ভালো ফলন
ও বাজার মূল্যে খুশি কৃষক
ব্যর্থ সরকারের ধান সংগ্রহ কর্মসূচি

# মোস্তাফিজ আমিন :-

ইরি-বোরোর পর চলতি মৌসুমের রোপা আমন ধানেরও ভালো ফলন হয়েছে ভৈরবে। আর ধানের পর পর দুই আবাদের বাজার মূল্য ভালো পাওয়ায় বেশ খুশি এখানকার কৃষকরা। তবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ধানের বাজার দর বেশী হওয়ায় ব্যর্থ সরকারের ধান সংগ্রহ কর্মসূচি। তাই কৃষকদের সরকারি গুদামে ধান বিক্রিতে উৎসাহিত করতে সরকারি মূল্য বাড়ানোর প্রস্তাব স্থানীয় কর্তৃপক্ষের।
কৃষকরা জানায়, চলতি মৌসুমে ভৈরবে রোপা আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে। এতে খুব খুশি তারা। বর্তমানে মাঠে মাঠে ধান কাটাসহ সংগ্রহ নিয়ে ব্যস্ত তারাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
কৃষক বাবুল মিয়া, আব্দুস সালাম, সাজেদা বেগম জানান, মৌসুমের শুরুতেই ধানের বাজার মূল্য ভালো থাকায় আনন্দের যেনো সীমা নেই তাদের মাঝে। বর্তমানে ১১শ থেকে ১২শ টাকা মণ ধান বিক্রি করতে পারছেন। এতে তাদের বেশ মুনাফা হচ্ছে।তারা আরও জানান, সরকার নির্ধারিত প্রতি মণ ধান ১০৪০ টাকা। এরচেয়ে বাজার মূল্য বেশী। এ ছাড়াও সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে তাদের অনেক হয়রানীর শিকার হতে হয়। তাই তারা সেখানে ধান বিক্রি করতে চান না। তবে মণ প্রতি ধানের ধর ১২শ টাকা নির্ধারণ করলে, সেখানে তারা ধান বিক্রি বিবেচনা করবেন।
চলতি মৌসুমে এখানে দুই হাজার একশ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, আবাদ হয়েছে দুই হাজার দুইশ হেক্টর। আবহাওয়া অনুকূলে এবং বিভিন্ন জাতের উচ্চফলনশীল ধানের আবাদ করায় ফলনও বেশ ভালো হয়েছে।
এইসব তথ্য জানিয়ে কৃষকদের সাথে একমত পোষণ করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকলিমা বেগম জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশী থাকায় তারা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে নিরুৎসাহিত হচ্ছেন।এদিকে ভৈরব সরকারি খাদ্যগুদাম সূত্রে জানাযায়, গত ইরি-বোরো মৌসুমে এখানে ১১শ ৫৭ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও, সংগ্রহ হয় মাত্র ৩১১ মেট্রিকটন। চলতি রোপা আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা কমিয়ে মাত্র ৮৫ মেট্রিকটন নির্ধারণ করলেও, এই রিপোর্ট সংগ্রহ করা পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ করা যায়নি।
এ বিষয়ে উপজেলা খাদ্যদ্রব্য মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, সরকারি ক্রয়মূল্য বাড়িয়ে পুণঃনির্ধারণের বিষয়ে ইতোমধ্যে সুপারিশ করা হয়েছে।
কৃষকদের হয়রানির অভিযোগ বিষয়ে তিনি জানান, কিছু সমস্যা ইতোমধ্যে ছিলো। সেগুলির সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও এমন অভিযোগ থাকলে তাঁকে জানালে তিনি তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *