• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

জীবনে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়, সরকারি কর্মচারীদের পক্ষকালের পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা

জীবনে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়
সরকারি কর্মচারীদের পক্ষকালের
পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারী সমিতির নেতারা বলেছেন, অধিকাংশ অফিস সহকারীই চাকুরি জীবনে কোন রকম পদোন্নতি ছাড়াই অবসরে চলে যান। ফলে গ্রেড ও বেতন স্কেলের উন্নয়নের দাবিতে তারা আগামী রোববার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছেন। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সমিতির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা কমিটির সভাপতি মো. আলীম উদ্দিন এই কর্মসূচী ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ নং গ্রেডের কর্মচারীদের কাজের পরিধি অনেক ব্যাপক। অনেক সময় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হয়। অথচ তারাই বেশি অবহেলিত। গত কয়েক বছরে স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, কৃষি, মৎস্যসহ ২১টি বিভাগের কর্মচারীদের পদমর্যাদা বৃদ্ধি ও উন্নতর স্কেলে উন্নীত করায় ১১-১৬ গ্রেডভুক্তরা বৈষম্যের শিকার হচ্ছেন। সচিবালয়ের একজন অফিস সহকারি পদোন্নতি পেয়ে পেয়ে উপ-সচিব পর্যন্ত হতে পারেন। অথচ কালেক্টরেটের অফিস সহকারীদের অধিকাংশই সারা জীবনেও পদোন্নতি পান না। কেউ কেউ পদোন্নতি পেলেও মাসে বেতন বাড়ে মাত্র দু’শ আড়াইশ’ টাকা! প্রধানমন্ত্রী ২০১১ সালেই পদবি পরিবর্তন সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দিয়েছেন। পরবর্তীতে মন্ত্রী পরিষদ বিভাগের গোপনীয় প্রতিবেদনেও পদবি পরিবর্তনের দাবি বিবেচনা করে তা নিষ্পত্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে পত্র দিয়েছে। কিন্তু আজো তা প্রতিপালিত হচ্ছে না। এমতাবস্থায় আগামী রোববার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টায় হাজিরা খাতায় সই করে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিতি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দাবি না মানলে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের কর্মচারীরা সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করবেন।
সমিতির শিক্ষা ও সাহিত্য সম্পাদক আ.ই.ম মহসিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, ফয়েজ আহমেদ, নির্মল চক্রবর্তী, বিজন কান্তি বণিক, নূর নাহার বেগম, কারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *