• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

অলসিজন রোড উদ্বোধনে প্রধানমন্ত্রী, করোনা শেষ হলে প্রথমেই কিশোরগঞ্জের হাওরে যাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম অলসিজন সড়ক উদ্বোধন করছেন। -পূর্বকণ্ঠ

অলসিজন রোড উদ্বোধনে প্রধানমন্ত্রী

করোনা শেষ হলে প্রথমেই
কিশোরগঞ্জের হাওরে যাব

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার প্রাণ সঞ্চারি ‘অলসিজন’ রোড উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরাঞ্চলের ক্ষেত্রে একটা প্রবাদ ছিল ‘বর্ষায় নাউ, আর শুকনোয় পাউ’। হাওরে কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা ছিল না। তখন বঙ্গবন্ধুও হাওরে লঞ্চযোগে সফর করেছেন। মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে আজ কিশোরগঞ্জের হাওরে সড়ক নির্মাণ হয়েছে। মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি না বললে জানতেই পারতাম না এখানে রাস্তা করা যায়। এখন হাওরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে। রাষ্ট্রপতি আমাকে বলেছিলেন মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম সংযোগ সড়কটি দেখার জন্য। কিন্তু করোনার কারণে তো আসা সম্ভব হলো না। তবে করোনা শেষ হলে প্রথমেই আমি হাওরের সড়কে গাড়ি দিয়ে ভ্রমণ করতে যাব। প্রধানমন্ত্রী আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জের অলসিজন সড়ক উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেছেন। হাওরের সড়ক নিয়ে প্রধানমন্ত্রীর এই উচ্ছ্বাসের কথা শুনে মিঠামইনের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিলনায়তনে বসে ভিডিও কনফারেন্স উপভোগ বিপুল সংখ্যক অতিথি ও এলাকাবাসী করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দিত করেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮৭৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মিত হয়েছে। রাষ্ট্রপতি মো.
আবদুল হামিদ ২০১৬ সালের ২১ এপ্রিল এই সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টায় গণভবন থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির ঐকান্তিক প্রচেষ্টায় এই সড়কটি নির্মিত হয়েছে। হাওরের মানুষ সবসময় নৌকায় ভোট দিয়েছেন। এর জন্য কৃতজ্ঞতা জানাই। এই সড়কটি রাষ্ট্রপতির পক্ষ থেকে তিন উপজেলাকে উপহার দিলাম। বর্ষাকালে হাওরে সাগরের মত ঢেউ ওঠে। এসময় মানুষের কর্মসংস্থানের সুযোগ ছিল না। কিন্তু এখন সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। মানুষ সাবলম্বি হবে। এই সড়কের কারণে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মাধ্যমে এখন রাজধানীর সঙ্গেও হাওরের সড়ক যোগাযোগ স্থাপিত হবে। কিশোরগঞ্জ ও নেত্রকোনায় বিশ্ববিদ্যালয়ও নির্মিত হচ্ছে। মাছ সংরক্ষণের এবং মৎস্য অবতরণের ব্যবস্থা করেছি। অষ্টগ্রামে আন্তর্জাতিক মানের পনির তৈরি হয়। এগুলি বিদেশেও পাঠানো যাবে। এবার করোনার সময় ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মিদের নির্দেশ দিয়েছি হাওরের ধান কেটে দেয়ার জন্য। তারা কৃষকদের ধান কেটে দিয়েছে। হাওরাঞ্চলের জেলা প্রশাসকরা ধানকাটা শ্রমিকের পরিবহন ব্যবস্থা এবং থাকার ব্যবস্থার কথা বলেছিলেন। সেটাও করে দিয়েছি। এবার ভাল ফলন হয়েছে, ধানের কোনই ক্ষতি হয়নি। সারাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। তিনি আরো বলেন, করোনার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। তাদের শিক্ষাজীবন যেন অব্যাহত থাকে, এর জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের আগের পরীক্ষাগুলোর ফলাফল দেখে রেজাল্ট ঘোষণা করে দেয়া হবে।
সচিব আহমেদ কায়কাউসের সঞ্চালনায় গণভবন থেকে আরো বক্তব্য রাখেন, সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। মিঠামইনের রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তন থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের এমপি রাষ্ট্রপতির সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল মিয়া, এলাকার প্রবীন ব্যক্তি আব্দুর রহমান, পুনর্বাসিত প্রতিবন্ধী ভিক্ষুক আফজাল হোসেন, সরকারি ঘর পাওয়া গৃহিনী আকলিমা বেগম এবং সড়কের জন্য অধিগ্রহণের জমির ভর্তুকি পাওয়া কৃষক আব্দুল মজিদ। এরা সবাই শত বছরের অবহেলিত হাওরে এরকম একটি সড়ক নির্মাণের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সুবিধাভোগী তিন ব্যক্তি তাদেরকে ঘর ও আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। উদ্বোধনী অনুষ্ঠানকালে মিঠামইনের প্রান্তে আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের যুগ্ম-সচিব আব্দুর রউফ খান, প্রধান প্রকৌশলী কাজী শাহরিয়ার হোসেন,
কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম সড়ক প্রকল্পের প্রাক্তন পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, বর্তমান প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক এবং বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *