• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

ভৈরবে জাতীয় কন্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। - পূর্বকণ্ঠ

ভৈরবে জাতীয় কন্যা
শিশু দিবস উদযাপিত

# মোস্তাফিজ আমিন :-

“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”-এই বিষয়কে প্রতিপাদ্য করে ৩০ সেপ্টেম্বর বুধবার ভৈরবে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথভাবে পালন করে।
দিবসটি উপলক্ষ্যে আলোচ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা তাসনিম শামসুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার মেনজিস, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, স্থানীয় সরকার বিভাগের জাইকা প্রতিনিধি দুর্গা রানী সাহা, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান পাপ্পু, দারিদ্র বিমোচন কর্মকর্তা দিলরুবা বেগম প্রমুখ।
আলোচনা সভায় অতিথি বক্তারা কন্যা শিশুকে প্রয়োজনীয় শিক্ষার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে সব রকম প্রচেষ্টা চালাতে পরিবারের প্রতি আহ্বান জানান। সুযোগ পেলে কন্যা শিশুরাও দেশ উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে তারা অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *