• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে জেএমবি সদস্য ১০ বছর পর আবার আটক

র‌্যাবের হাতে উগ্রবাদী বই ও প্রচারপত্রসহ আটক জেএমবি সদস্য আব্দুল হালিম। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জেএমবি সদস্য
১০ বছর পর আবার আটক

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় এক জেএমবি সদস্য জঙ্গিবাদী বই এবং প্রচারপত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েছেন। এর আগে ২০১০ সালেও তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায় গোপন বৈঠক করার সময় আটক হয়েছিলেন। তিনি কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার নীলগঞ্জ রোডের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আব্দুল হালিম (৪৪)। তিনি জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার সক্রিয় সদস্য।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, শহরের উকিলপাড়ার পৈত্রিক বাসায় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে আব্দুল হালিম নাশকতার উদ্দেশ্যে গোপনে পরিকল্পনা করছেন মর্মে র‌্যাবের কাছে খবর আসে। এর সূত্র ধরে মঙ্গলবার ভোররাত ৩টা ৩৫ মিনিটে ওই বাসায় অভিযান চালিয়ে ৬টি নিষিদ্ধ উগ্রবাদী বই, ৭টি পুস্তিকা, ১২টি প্রচারপত্র ও একটি মোবাইল সেটসহ তাকে আটক করা হয়। অভিযান টের পেয়ে বৈঠকে উপস্থিত অন্যরা পালিয়ে গেছেন বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হালিম স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হন এবং জেএমবির সক্রিয় সদস্য হয়ে ওঠেন। তিনি বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে দাওয়াতের মাধ্যমে উগ্রবাদী ও নাশকতামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য সদস্য সংগ্রহ করে সংগঠনকে সক্রিয় রাখতে ভূমিকা পালন করতেন। এর আগে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা এলাকায় গোপন বৈঠক করার সময় আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন বলেও র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এরপর সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *