• শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা বিষয়ক সেমিনারে বক্তব্য রাখছেন সদরের ইউএনও আ. কাদির মিয়া। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানে
দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার

# মোস্তফা কামাল :-

বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা বিষয়ে সেমিনার হয়েছে। আজ ২৫ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সদর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া। ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক মো. আলী আকবর। এতে আলোচনা করেন উপজেলা পরিষদের দুই ভাইস-চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাসুমা আক্তার, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বৌলাই ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, মারিয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কর্শাকড়িয়াইল ইউপি চেয়ারম্যান মো. বদর উদ্দিন, সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেন ফারুকী প্রমুখ।
সেমিনারের প্রবন্ধে বলা হয়, বিশ্বের ১৭৩টি দেশে এক কোটি ২০ লাখ বাংলাদেশী কাজ করছেন। তারা মোটা অঙ্কের রেমিট্যান্স পাঠাচ্ছেন। তবে অনেকেই অবৈধ পথে বিদেশে পাড়ি জমিয়েছেন, মোটা অঙ্কের টাকা খরচ করে ফ্রি ভিসার নামে দালালের মাধ্যমে গেছেন। এদের অনেকেই নিম্ন বেতনে কাজ করছেন। আবার অনেকেই গ্রেফতার হয়ে কারাবাস করেন। অথচ বর্তমান সরকার দেশের ৬৪ জেলায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমশক্তি তৈরির সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে নিতে পারলে ভাল অঙ্কের রোজগারের সুযোগ রয়েছে বলে সেমিনারে জানানো হয়েছে। দেশে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৬৩টি শাখা খুলেছে। সহজ শর্তে ঋণ দিয়ে কম খরচে শ্রমশক্তি বিদেশে পাঠাচ্ছে। ২০১৭ সালে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে ১৬৮টি দেশে ১০ লক্ষাধিক শ্রমশক্তি পঠিয়েছে। ২০১৮ সালে পাঠিয়েছে ৭ লক্ষাধিক। বিদেশ গমনের ক্ষেত্রে কিশোরগঞ্জ দেশে ৮ম স্থানে রয়েছে। সরকার কল্যাণ বোর্ড করেছে। এর মাধ্যমে নিরাপদে বিদেশে গমনাগমন, বিদেশে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, অনুদান প্রদান, বিদেশে মৃতদের পাওনা টাকা আদায়সহ মৃতদেহ আনারও ব্যবস্থা করে দিচ্ছে। গত বছর কিশোরগঞ্জে নিহত প্রবাসীদের পরিবারকে ২২ কোটি টাকার মত অনুদান দেয়া হয়েছে বলে সেমিনারে বলা হয়েছে। কল্যাণ বোর্ড কটিয়াদী উপজেলার মসুয়া এলাকার এক নারীকে মৃত প্রবাসী ব্যক্তির পাওনা বাবদ ৮২ লাখ টাকা পাইয়ে দিয়েছে। এছাড়াও ৪৬ লাখ, ২৪ লাখ ও ২১ লাখ টাকাসহ বিভিন্ন অঙ্কের পাওনা আদায় করে দেয়া হয়েছে। আগামী দিনে কেউ যেন প্রতারিত না হয়, সেদিকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখাসহ তৃণমূলে সচেতনতামূলক সেমিনার আয়োজনের জন্যও কেউ কেউ দাবি জানিয়েছেন। সেমিনারে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *