• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

ভৈরবে শহিদ আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী পালিত

ভৈরবে শহিদ আইভি রহমানের
১৬তম শাহাদাতবার্ষিকী পালিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সহধর্মিনী ও ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর মাতা শহিদ আইভি রহমানের ১৬তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। আজ ২৪ আগস্ট দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। সকাল ৮টায় ভৈরব আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রমা হাসপাতাল সংলগ্ন আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে আইভি রহমান স্মরণে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ, দুপুর ২টায় চণ্ডিবের শহিদ আইভি রহমানের নিজ পিত্রালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল, কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। এছাড়াও বিকালে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া আইভি ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।সকাল ৯টায় আইভি রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা আওয়ামী লীগ, ভৈরব থানা পুলিশ প্রশাসন, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বিভিন্ন কলেজ শাখার ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মহীয়সী নারী নেত্রী শহিদ আইভি রহমানের স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিলে ভৈরব উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, অহিদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ। এছাড়া আলোচনা সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্টে তৎকালীন বিএনপি, জামায়াত জোট সরকারের মদদে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত নারী নেত্রী শহিদ আইভি রহমানসহ ২২ জনকে হত্যা করা তাদের উদ্দেশ্যে ছিল না। তাদের উদ্দেশ্য ছিল এ দেশ থেকে চিরতরে আওয়ামী লীগকে মুছে ফেলা। সেই গ্রেনেড হামলাটি ছিল সেই ১৫ আগস্টের ছক। বঙ্গবন্ধুকে হত্যার পর ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে এ দেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে এ হামলা চালিয়েছিল। আজ জীবন দিতে হয়েছে আমাদের ভৈরবের গর্বের ধন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানকে। শহিদ আইভি রহমান আপাত মস্তক মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি শিখিয়ে গেছেন মানুষকে কিভাবে সেবা দিতে হয়।যে মানুষটি নিজেকে গুচিয়ে জীবন যাপন করতেন সেই মানুষটি বন্যায় কবলিত মানুষের পাশে অগোছালো ভাবে মানুষের সেবা দিয়ে গেছেন। পানিতে ভিজে মানুষের দুয়ারে দুয়ারে সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছেন। কেন্দ্রীয় যে কোন সভায় তিনি মঞ্চে না বসে কর্মীদের নিয়ে সামনের সারিতে মাটিতে বসতেন। সেদিন ২০০৪ সালের ২১ আগস্ট একইভাবে তিনি সামনের সারিতে বসে ছিলেন। সেই ঘাতকদের গ্রেনেড হামলায় তিনি আহত হয়ে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ২৪ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই হত্যার বিচারের দাবিতে ভৈরবের মানুষ প্রয়োজনে আবার আন্দোলনে যাবে। এ মামলার যে রায় হয়েছে সে রায় বহাল রেখে দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হয় সে আহ্বান করেন বক্তারা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *