• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ

প্রস্তুতি দিবস উদযাপিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর  :

“দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়াচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহরা অনুষ্ঠিত হয়।
অগ্নিকাণ্ডের মহরায় আগুন নিবিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. খাদিজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সালাম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. সোলাইমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী একে মইনুল হক।
মহরায় সার্বিকভাবে সহযোগিতা করেন, কুলিয়ারচর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আবুল কালাম ও লিডার আক্রামুল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিগত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রমের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. খাদিজা আক্তার তার বক্তেব্য বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের দীর্ঘ মেয়াদী দর্শন হচ্ছে জনগণের দুর্যোগ জনিত বিপদাপন্নতা হ্রাস করা। বিশেষত প্রাকৃতিক, পরিবেশগত ও মানব সৃষ্টি দুর্যোগে দারিদ্র মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে নিয়ে আসা।
বাংলাদেশ বিশে^র অন্যতম দুর্যোগ প্রবণ অঞ্চলে অবস্থিত। ভৌগলিক অবস্থানগত কারনে প্রতিনিয়তেই আমাদের দেশে ঘূর্ণিঝড়, জলচ্ছাস বন্যা, কালবৈশাখী ঝড়, বজ্রপাত, ভূমিধস, খড়া, শৈত্যপ্রবাহ ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগের মাত্রা প্রতি বছর আরো তীব্রতর হচ্ছে। পাশাপাশি অগ্নিকাণ্ডসহ মানব সৃষ্টি দুর্যোগও বেড়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এদেশে জন জীবনের নিত্যদিনের ঘটনা।
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বহিঃবিশে^ রোল মডেল বিবেচিত হলেও ভূমিকম্পসহ দুর্যোগের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রয়োজনীতা রয়েছে।
এ দিবসটি উপলক্ষে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গত ১০ বছরের অর্জিত সফল কার্যক্রম বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *