• সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জে ভয়াবহ যানজট করোনা সংক্রমণও ঊর্ধ্বমুখি

কিশোরগঞ্জ জেলা সদরের স্টেশন রোডে আজ বেলা ১১টার দৃশ্য। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভয়াবহ যানজট
করোনা সংক্রমণও ঊর্ধ্বমুখি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে এখন প্রতিদিনই ভয়াবহ যানজট পরিলক্ষিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ শিথিল করার পর থেকেই এই চিত্র। বিশেষ করে রাস্তাগুলো যেন এখন অটোরিকশার জঞ্জালে ঠাসা। একেকটি অটোরিকশায় ৫ জন ৬ জন যাত্রী। অর্ধেকেরই মাস্ক নেই। বহু চালকেরও মাস্ক নেই। পথচারীদেরও অনেকের মাস্ক নেই। আবার অনেকে মাস্ক রাখলেও নাক-মুখ খুলে মাস্কটি ঝুলিয়ে রাখেন বা হাতে রাখেন পকেটে রাখেন। পথচারীদের রাস্তায় দূরত্ব বজায় রেখে পায়ে হাটারও কোন জো নেই।
কিছুদিন ধরে কিশোরগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সদর উপজেলা বেশি ঝুঁকিতে পড়ে যাচ্ছে। এখানে সংক্রমণ এখন ঊর্ধ্বমুখি। শহরে দেখা যাচ্ছে, পৌরসভার অনুমোদিত অটোরিকশার বাইরেও ইউনিয়ন পর্যায়ের বহু অটোরিকশা শহরে অবাধে চলাচল করছে। এর বাইরে মিশুকের বাড়তি বোঝা তো আছেই। করোনা মহামারির আগে প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অনুমোদিত অটোরিকশা চলাচল করতে দেয়ার ফলে যতটুকু স্বস্তিদায়ক পরিস্থিতি ছিল, এখন স্বাস্থ্যবিধি অনুসরনের তাগিদের মাঝেও যেন সেই সময়ের চেয়েও ট্রাফিক জ্যামের চিত্র ভয়াবহ। এছাড়া শহরে এখন ৫০ ভাগ মানুষেরই মাস্ক থাকে না। এর মধ্যে ৩০ ভাগের কোন মাস্কই নেই, আর বাকি ২০ ভাগের মাস্ক থাকলেও সেটা না পরারই শামিল। উপজেলা বা গ্রাম পর্যায়ে মাস্ক ব্যবহারের চিত্র আরো নাজুক। তবে জেলা শহরে নানা কারণে জনসমাগম বেশি বলে এখানে করোনা সংক্রমণের পাগলা ঘোড়া ক্রমেই ছুটে চলেছে। বর্তমানে জেলায় ২৪১ জন চিকিৎসাধীন করোনা রোগির মধ্যে সদরেই ১৩১ জন। কখনো কখনো মাস্কের ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও হাতে গোনা কয়েকজনকে জরিমানার আওতায় আনা হয়। যে কারণে এরও তেমন কোন প্রভাব পড়ছে বলে মনে হচ্ছে না। আবার কয়েকদিন ধরে ভ্রাম্যমাণ আদালতও বন্ধ রয়েছে। ফলে সুবুদ্ধিহীন মানুষের মাঝে বেপরোয়া ভাব আরো বেড়ে গেছে বলে অভিজ্ঞ মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *