# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীতে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের (পপি) উদ্যোগে হাওর অঞ্চলে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাওর অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লিটারেসি আজ সময়ে দাবি। এ প্রেক্ষাপটে আজ ১৩ সেপ্টেম্বর শনিবার পপি কর্তৃক বাস্তবায়নাধীন এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল লিটারেসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট চারটি সেশন অনুষ্ঠিত হয়। এতে ৪৮ জন শিক্ষার্থী ও মাধ্যমিক স্কুলের আইসিটি শিক্ষকগণ অংশ নেন।
কর্মশালায় বিশেষভাবে অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল কন্টেন্ট তৈরি ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলসের ব্যবহার, অনলাইন শিক্ষা প্লাটফরম, যেমন এনসিটিবি শিক্ষক ডট কম, ১০ মিনিট স্কুল ডাটা ও তথ্য ইত্যাদি।
হাওর অঞ্চলের শিক্ষার্থীরা ভৌগোলিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় অনেকটা পিছিয়ে রয়েছে। কর্মশালায় আলোচকগণ বলেন, ডিজিটাল লিটারেসি চর্চা শিক্ষার্থীদের শুধু পাঠদানে সহায়ক নয়, বরং তাদের উচ্চ শিক্ষা, কর্মসংস্থান ও আত্মোন্নয়নের জন্য অপরিহার্য।
অংশগ্রহণকারীরা জানান, কর্মশালার মাধ্যমে তারা ডিজিটাল দুনিয়ায় নিজেদের নতুনভাবে চিনতে পারছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার টুলস ব্যবহারের অভিজ্ঞতা তাদের পড়াশোনা আরও সহজতর করবে।
সমাপনী বক্তব্যে জেলা পপির সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম বলেন, হাওর অঞ্চলের শিক্ষার্থীদের পিছিয়ে থাকা দূর করতে ডিজিটাল শিক্ষা অপরিহার্য। আজকের এই কর্মশালা তাদের আত্মবিশ্বাস জোগাবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যাত্রায় এগিয়ে দেবে। কর্মশালায় শিক্ষক জাহিদুল ইসলাম, মোবারক হোসেন, দীপা আক্তার ও উবাইদুল্লাহ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। কর্মশালা পরিচালনা করেন পপির জেলা সমন্বয়কারী মুহাম্মদ ফরিদুল আলম ও ফিল্ড সুপারভাইজার গৌরব মোদক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড সুপারভাইজার সমীর চন্দ্র আদিত্য, মিনা আক্তার ও তৌহিদা আক্তার।