• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

ভৈরবের সাঁতার ও নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
ভৈরব উপজেলার কালিপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ আগস্ট রোববার বিকেল ৪টায় মেঘনা নদীর বাদশা বিলে প্রতিযোগিতার আয়োজন করেন ভৈরব কালিপুর ছাত্র -যুবক পরিষদ।
ওই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন। উদ্বোধক ছিলেন, ভৈরব পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন। পরে প্রধান অতিথি ও উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে নৌকা বাইচের উদ্বোধন করেন।
প্রথমে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়। ওই সাঁতার প্রতিযোগিতায় স্কুল ও মাদ্রাসা পর্যায়ের প্রথম হন জিসান, দ্বিতীয় হন নাঈম এবং তৃতীয় হন রক্সী আহমেদ। পরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন মমিনুল হক, দ্বিতীয় হন লিয়ন ও তৃতীয় স্থান লাভ করেন ইমরান।
নৌকা বাইচ ও সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে বিলের তিন পাশে কয়েক হাজার মানুষের ঢল নামে। নৌকা বাইচ প্রতিযোগিতায় ভৈরবের বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি দল দুইটি গ্রুপে অংশ নেয়। ওই দুটি গ্রুপ থেকে বিজয়ীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হন ভৈরব সেতু, দ্বিতীয় হন কাঠালিয়ার বাড়ি এবং তৃতীয় হন ঐক্য আলো নামে নৌকা বাইচ দল। এসময় উপস্থিত দর্শকরা উল্লাসধ্বনি ও করতালির মাধ্যমে নৌকার মাঝিদের উৎসাহিত করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উদ্বোধক সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আল মামুন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, ভৈরব কালীপুর হাইস্কুলের সভাপতি ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী গোলাম মাহবুব, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র যুবক পরিষদের সভাপতি মো. এনামুল হক। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, ছাত্র যুবক পরিষদের সাধারণ সম্পাদক রাজন আহমেদ আয়োজক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মিয়া ও শৃংখলা কমিটির আহবায়ক ছিলেন রেদোয়ান আহমেদ। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *