# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে যুবদলের সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ৯ জুলাই ঢাকার মিটফোর্ড এলাকায় জামাত, এনসিপি ও একটি গোয়েন্দা সংস্থা একটি পরিকল্পিত হত্যকাণ্ড ঘটিয়েছে। এর দু’দিন পর জামাত আর এনসিপির পক্ষ থেকে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে। খুলনায়ও এক যুবদল নেতাকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর পরিকল্পিতভাবে বিএনপি, জিয়াউর রহমান ও তারেক রহমানের নামে অপপ্রচার ও সম্মানহানি ঘটানো হচ্ছে। বুধবার গোপালগঞ্জে কর্মসূচী রাখার ঘটনাও পূর্ব পরিকল্পিত। এসব ঘটানো হচ্ছে মূলত নির্বাচন বানচাল করার চক্রান্ত থেকে।
জিয়াউর রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে অবমাননা, চক্রান্ত ও সারা দেশে আইন শৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে। এ উপলক্ষে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশে একটি গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে জামাত আর এনসিপিকে মিছিল করতে দেওয়া হবে না। মিছিলে জামায়াত-শিবির, জাতীয় নাগরিক পার্টি, আওয়ামী লীগ ও ছাত্র লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।