# নিজস্ব প্রতিবেদক :-
গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী বিক্ষোভ মছিল করেছে। ১৬ জুলাই বুধবার এশার নামাজের পর শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেতাকর্মীরা শ্লোগান দেন।