# নিজস্ব প্রতিবেদক :-
শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের সকল হত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার, ফ্যাসিস্টদের গ্রেপ্তার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণঅধিকার পরিষদ ১৬ জুলাই বুধবার কিশোরগঞ্জে গণপদযাত্রা করেছে। এদিন দুপুরে শহরের পুরানথানা এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে আবার পুরানথানায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করতে গিয়ে কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, গতবছর আজকের এই দিনে রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামে ওয়াসিম প্রথম শহীদ হন। তিনি জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তিনি চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান। সেই সাথে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার পর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।
জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জল, জেলা কমিটির সাধারণ সম্পাদক অভি চৌধুরী, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী প্রমুখ।