• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে পপির উদ্যোগে ডিজিটাল লিটারেসি কর্মশালা কুলিয়ারচরে মোটরসাইকেল কিনতে টাকার বায়না, যুবকের আত্মহত্যা কুলিয়ারচরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন দোকানপাটে হামলার জেরে মাদক ব্যবসায়ীর বাড়িতে গ্রামবাসীর আগুন ভৈরবে জলাবদ্ধতায় অর্ধশতাধিক পরিবারের ভোগান্তি, রাস্তা সংস্কারের আশ্বাস ইউএনওর ইটভাটা মালিক সমিতির ৩০তম সাধারণ সভা কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতির মনোনয়ন ৫০ হাজার সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা ভৈরবে ৪৩ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান কটিয়াদীতে ভাঙা সেতুর কারনে হাজার হাজার মানুষের চলাচলে দুর্ভোগ

এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় এবারও প্রথম স্থান অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল

# নিজস্ব প্রতিবেদক :-
এবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আবারো প্রথম স্থান অর্জন করেছে ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ। গত ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ থেকে ১৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১২৭ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, পাশের হার-৬৬.৮৪ শতাংশ।
এছাড়া লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ১১৯ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৬০.১০ শতাংশ।
ফরিদপুর ইউনিয়ন আ. হামিদ ভুঞা উচ্চ বিদ্যালয় থেকে ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৮৯ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাশের হার ৫০.০০ শতাংশ।
কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাশের হার ৬৩.৭০ শতাংশ।
বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ৫৪ জন, পাশের হার ৬৫.৮৫ শতাংশ।
আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২০৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ১১৭ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার ৫৫.৯৮ শতাংশ।
এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ১৬৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৫.০৩ শতাংশ।
গোবরিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ২৬ জন, পাশের হার ৬৩.৪১ শতাংশ।
মুছা মিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ৪৮ জন, পাশের হার ৬০.৭৬ শতাংশ।
আব্দুল্লাপুর বড়চারা আইভি রহমান উচ্চ বিদ্যালয় থেকে ৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ২২ জন, পাশের হার ৪৬.৮১ শতাংশ।
আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাশের হার ৩৮.২৯ শতাংশ।
বীরকাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ৫৪.৭২ শতাংশ।
লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে, পাশের হার ৬১.৯০ শতাংশ।
বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের হার ২৪.৫৯ শতাংশ।
এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিফ বিজ্ঞান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১৩ জন, এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন, পাশের হার ২৮.৮৯ শতাংশ।
সালুয়া কারিগরি বিএম কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাশ করেছে ১১ জন, পাশের হার ৯১.৬৭ শতাংশ।
লক্ষ্মীপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে ৪২ জন, পাশের হার ৬৫.৬২ শতাংশ।
উপজেলায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এণ্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি এ.বি.এম বদরুল আলম মুর্শেদ জানান, প্রথমেই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। এসএসসি ২০২৫ পরীক্ষায় ছয়সূতী ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী ও অভিভাবকগণকে অভিনন্দন জানাই। বোর্ডের পাশের হারের সামঞ্জস্যপূর্ণ ফলাফল হওয়ায় এবং কুলিয়ারচর উপজেলার মধ্যে সেরা অবস্থান ধরে রাখায় প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এই সাফল্যের ধারা যেন অটুট থাকে এবং মান সম্পন্ন শিক্ষাদানে সম্মানিত শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ, নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *