# নিজস্ব প্রতিবেদক :-
কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ সাজার দাবিতে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২ জুলাই বুধবার বিকালে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতা-নেত্রীসহ বাসদের (মার্ক্সবাদী) নেতা-কর্মী ও স্থানীয় ব্যক্তিরা যোগ দেন।
মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া ও নারী মুক্তি কেন্দ্রের নেত্রী রেশমা আক্তার। নেতৃবৃন্দ বলেন, দেশের সর্বস্তরের মানুষ জুলাই আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল একটি সুন্দর শান্তিময় দেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেশের আইন শৃংখলা পরিস্থিতির কুৎসিত চিত্র প্রকাশ পাচ্ছে। বিভিন্ন জায়গায় হামলা, লুটপাট, দখল বাণিজ্যসহ ধর্ষণের মত লোমহর্ষক ঘটনা ঘটছে।
মুরাদনগরের ধর্ষককে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের মধ্যে দিয়ে নারকীয় এই ঘটনাকে হালকা করে দেওয়ার অপচেষ্টা চলছে। অনেক অপরাধী আজ জামিন পেয়ে যাচ্ছে। এই ঘটনায় যেন ধর্ষক সহজেই জামিনে বেরিয়ে আসতে না পারে, তার যেন সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়, সেদিকে সরকারকে আন্তরিক হওয়ার জন্য বক্তাগণ আহবান জানিয়েছেন।