# নিজস্ব প্রতিবেদক :-
মানিকগঞ্জে ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি ১ জুলাই মঙ্গলবার প্রথমেই ব্র্যাকের শিক্ষা কর্মসূচি পরিদর্শনে পাথরাইন প্রি-প্রাইমারি স্কুলে যান। এসময় কোমলমতি শিক্ষার্থীরা জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয়।
জেলা প্রশাসক বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার চিত্র, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা, সহ-পাঠক্রমিক কার্যক্রম ও আনন্দমুখর পরিবেশ দেখে অভিভূত হন। নারীদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ব্র্যাকের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ব্র্যাকের মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয়ও পরিদর্শন করেন। সেখানে কর্মরত সকলের সাথে তিনি পরিচিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল বাতেন, ব্র্যাকের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম হেড মাসুম বিল্লাহ, শিক্ষা কার্যক্রমের ডেপুটি ম্যানেজার শিরিনা পারভীন, জেলা ব্র্যাক সমন্বয়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ।