# রাজীবুল হাসান :-
কোনো ধরণের তদবীর বা ঘুষ-বাণিজ্য ছাড়াই উন্মুক্ত লটারির মাধ্যমে ভৈরব পৌর শহরে ওএমএস কর্মসূচির ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
৩০ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উন্মুক্ত লটারি হয়। ডিলারশীপ প্রত্যাশীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
খাদ্য অফিস সূত্রে জানা যায়, ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের জনসাধারণের জন্য ৩টি বিক্রয়কেন্দ্রের জন্য ওএমএস ডিলারশীপ পেতে মোট ১৭ জন আবেদন করেছিলেন। ওইসব আবেদন যাচাই বাছাই করে আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছতার জন্য লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী অফিসার। পরে তার সিদ্ধান্ত অনুযায়ী উন্মুক্ত লটারির মাধ্যমে পৌর শহরের ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩ জন ডিলার চূড়ান্ত করা হয়েছে।
ভৈরব পৌর শহরের ভৈরব বাজার, পৌর মাতৃসদন সংলগ্ন ও জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ৩ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, ইমতিয়াজ আহমেদ কাজল, আমিনুল ইসলাম, ইরফান আহমেদ। উপজেলা নির্বাহী অফিসারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকে।
ডিলারশীপ প্রত্যাশীরা বলেন, পৌর শহরের ৩টি বিক্রয় কেন্দ্রের জন্য ওএমএস ডিলার নিয়োগের ক্ষেত্রে উন্মুক্ত লটারি প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ প্রক্রিয়া। এতে কোন প্রভাব বিস্তারে সুযোগ ছিলো না। যেকোনো ধরণের সরকারি ডিলার নিয়োগ কার্যক্রম শুরু হলেই তদবীর করে থাকেন ক্ষমতাসীনরা। আবার অনেক সময় লেনদেনও হয়। তবে এবার যেভাবে ডিলার নিয়োগ দিয়েছে, তাতে কোনো বিতর্ক নেই।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, অনেক সময় ডিলার নিয়োগ নিয়ে নানা ধরনের কথা ওঠে। তাই ডিলার নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। আশা করি, নির্বাচিত ডিলাররা সততা ও নিষ্ঠার সঙ্গে সরকারের এই গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. রোমানা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ভৈরব খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী সিরাজ স্মৃতি প্রমুখ।