# নিজস্ব প্রতিবেদক :-
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, এই দেশের নাম আমরা কখনও পাল্টাতে দেব না। এই দেশে যতদিন চন্দ্র-সূর্য উঠবে, ততদিন দেশের নাম কেউ ভুলবে না। ত্রিশ লাখ শহীদের নাম কেউ ভুলবে না। আবার যদি কেউ এই দেশের নাম পাকিস্তান বানাতে চান, তাহলে তৈরি থাকেন।
তিনি বলেন, বাংলাদেশ একাত্তর সালে সৃষ্টি হয়েছে। দেশের বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে হুশিয়ার থাকতে হবে।
ফজলুর রহমান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে উদ্দেশ্য করে বলেন, এখন জামায়াতে ইসলামীর করুণা নিয়ে তাকে বেঁচে থাকতে হয়। জামায়াত নেতাদের করুণা নিয়ে বিদেশে চিকিৎসা করাতে যেতে হয়। এই আবদুল হামিদ ফজলুর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
ফজলুর রহমান ২৯ জুন শনিবার সন্ধ্যায় নিজ উপজেলা ইটনার চৌগাঙ্গা কামিল মাদ্রাসা মাঠে চৌগাঙ্গা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল জব্বারের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বারের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন প্রমুখ।
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে ফজলুর রহমান বলেন, ছয়দিন সময় চেয়েও ইউনূস সাহেবের কাছে এক ঘন্টা সময় পাওয়া যায়নি। কিন্তু ১৫ ঘন্টা প্লেন চালিয়ে তিনি লন্ডন গেছেন। বুঝ করে এসেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন না কেন? আমি আর গন্ডগোল করতে চাই না। আপনি শেষ করেন।