• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল গণহত্যার বিচার ও সংস্কার ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গণপদযাত্রা ভৈরবে সেনাবাহিনী ক্যাম্প ও পৌরসভার উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ভৈরবে এনসিপি’র মহাসড়ক ব্লকেড কিশোরগঞ্জে ধানবীজ নিয়ে ভোগান্তি হচ্ছে কৃষকদের, বিশেষজ্ঞের তদারকি বারণ কিশোরগঞ্জে ১০০ কোটি টাকার নরসুন্দা প্রকল্প আগেই প্রশ্নবিদ্ধ, এবার চলছে দখলের উদ্যোগ মিঠামইনের চার শতাধিক গরিব রোগীকে সেনা চিকিৎসকদের সেবা শোক সংবাদ : কবি আব্দুল হান্নান পাকুন্দিয়ায় ১৫ জন প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ পাকুন্দিয়ায় তিন চোর গ্রেপ্তার, মোবাইল-টাকা উদ্ধার

ভৈরবে কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রী হয়রানীর অভিযোগে ৬ জন গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
কালনী এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতির সময় যাত্রীদের হয়রানী ও ভৈরব রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ১৭ জুন মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ১৬ জুন সোমবার দুুপুর ১২টায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে যাত্রাবিরতি করলে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ।
গ্রেপ্তারকৃতরা হলো, ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মোবারক মিয়ার ছেলে রাকীব হোসেন বাধন (২৭), সাবিক হোসেন সানি (২৪), মোনায়েম হোসেন জয় (২০), একই এলাকার জব্বার মিয়ার ছেলে মো. সানি (১৮), রাকিব মিয়ার ছেলে ইফরাত (১৮) ও হাসান মিয়ার ছেলে জাবেদ হোসেন (১৫)।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, কালনী ট্রেনের খাবার বগিতে কুলাউড়া স্টেশন থেকে দু’জন যাত্রীর আসন দেওয়া নিয়ে স্টাফদের সাথে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। এরই জেরে বেলা ১১টা ৪০মিনিটে ভৈরব স্টেশনে ট্রেনটি যাত্রা বিরতি দিলে এক পর্যায়ে কিছু দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে যাত্রীদের উপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় গাড়িটির বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। উচ্ছৃঙ্খলতা তৈরির সময় যাত্রীসহ জনসাধারণের মাঝে আতংক ছড়িয়ে পড়লে প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় যাত্রীদের হয়রানী ও উচ্ছৃঙ্খলার কারণে পুলিশ ৬ জনকে আটক করে ভৈরব রেলওয়ে থানায় নিয়ে যায়। পরবর্তীতে যাত্রা বিরতি শেষে ট্রেনটি ১২টা ১৫ মিনিটে ঢাকার-উদ্দেশ্যে ছেড়ে যায়।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, কালনী ট্রেনটি ভৈরব স্টেশনে থামলে কিছু উচ্ছৃঙ্খল যুবক যাত্রীসহ গাড়ির এটেন্ডেন্ট এর সাথে বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে গাড়ির যাত্রীদের উপর হামলাও চালায়। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব বাজার জংশনের স্টেশন মাস্টার ইউসুফ জানান, ট্রেনের যাত্রা-বিরতির সময় আমি স্টেশনের বাইরে ছিলাম, ঘটনাটি শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *