# এম.আর রুবেল :-
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভৈরব সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রদল।
১৫ মে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরকারি হাজী আসমত কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদারের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি মহাসড়কে জড়ো হয়ে মানববন্ধনে মিলিত হন।
এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সানি তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান আকাশ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান জিন্নাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. অনন্ত মিয়া, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হিমু প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুততার সহিত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।