# নিজস্ব প্রতিবেদক :-
এক আওয়ামী লীগ নেতার ইন্দনে ৮ম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন মেয়েটির বাবা-মা। জমি নিয়ে পূর্ব বিরোধে কিশোরগঞ্জে ১৩ বছর বয়সের এই ছাত্রীকে অপহরণ করা হলেও ওই আওয়ামী লীগ নেতার প্রভাবে থানা মামলা নেয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ মামলাটি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসেরগাঁও গ্রামে। অপহরণকারী একই গ্রামের শাহিন মিয়ার ছেলে অপূর্ব (১৯)।
আজ ১৪ মে বুধবার সকালে জেলা শহরের রথখলা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, বনগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খুর্শিদ উদ্দিন অপহরণে ইন্দন দিয়েছেন। তার প্রভাবেই কটিয়াদী থানা মামলা নেয়নি বলেও অভিযোগ করা হয়েছে। গত ৭ মার্চ অপহরণের পর দুই মাস পেরিয়ে গেছে। পরিবারটি এখনও জানে না, মেয়েটি আদৌ জীবিত আছে, নাকি মেরে ফেলা হয়েছে।
সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন অপহৃতার বাবা, মা ও অন্যান্য স্বজনরা। অপহৃতার মৎস্য খামারি বাবা ও মা বলেন, তাঁদের তিন মেয়ের মধ্যে ভিকটিম সবার বড়। সে বনগ্রাম আনন্দকিশোর স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণিতে পড়ে। প্রতিবেশি শাহিন মিয়ার পরিবারের সাথে জমি নিয়ে আগে থেকে মামলা রয়েছে। এর জের ধরে শাহিন মিয়ার বখাটে ছেলে ইলেক্ট্রিশিয়ান অপূর্ব (১৯) স্কুলে যাওয়া-আসার পথে মেয়েকে উত্যক্ত করতো। এ ব্যাপারে অপূর্বের মা-বাবার কাছে নালিশ করলেও কাজ হয়নি। বরং মেয়েকে তাদের বখাটে ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। রাজি না হওয়ায় মেয়েকে তুলে নিয়ে বিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমতাবস্থায় গত ৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির সামনে থেকে অপূর্ব, তার বাবা শাহিন মিয়া ও অপূর্বের মা পলি আক্তার জোরপূর্বক মেয়েকে ধরে তাদের বাড়িতে নিয়ে যান। সন্ধ্যার পর মেয়ের বাবা-মা মেয়েকে আনার জন্য শাহিন মিয়ার বাড়িতে গিয়ে দেখেন, আগেই অপূর্বকে দিয়ে মেয়েকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে।
এ ঘটনায় পরদিন কটিয়াদী থানায় মামলা করতে গেলে থানায় মামলা নেয়নি। ফলে ৯ মার্চ কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ অপূর্বকে প্রধান আসামি করে তার বাবা শাহিন মিয়া ও মা পলি আক্তারের নামে মেয়ের বাবা মামলা দায়ের করেন। শাহিন মিয়া ও পলি আক্তার ২৫ মার্চ ট্রাইবুনালে আত্মসমর্পণ করে জামিন চাইলে ট্রাইবুনালের জেলা ও দায়রা জজ মাকসুদা পারভীন তাঁর আদেশে পলি আক্তারের জামিন মঞ্জুর করলেও শাহিন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে গত ২২ এপ্রিল সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমিন বিপ্লবের আদালতে শাহিন মিয়ার জামিনের আবেদন করলেও আবেদন নাকচ হয়ে যায়। ফলে শাহিন মিয়া এখনও কারাগারে আছেন।
সংবাদ সম্মেলনে মেয়েটির বাবা জানান, আওয়ামী লীগ নেতা খুর্শিদ উদ্দিন অপহরণকারী অপূর্বের বাবা শাহিন মিয়ার চাচা হন। তিনি থানায় প্রভাব খাটিয়ে মামলা নিতে বাধা সৃষ্টি করেন। যে কারণে ট্রাইবুনালে মামলা করতে হয়েছে। এখনও শাহিন মিয়ার পরিবার থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। মেয়েটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর বড় মেয়ে কোথায় কেমন আছে, কিছুই জানেন না। জীবিত না মৃত, তাও খবর পাচ্ছেন না। বাড়িতে ঠিকমত নাওয়া-খাওয়া হচ্ছে না। পরিবারে চরম অশান্তি ও আতঙ্ক বিরাজ করছে। তিনি সরকারের কাছে মেয়েকে উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।
সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খুর্শিদ উদ্দিন এতদিন প্রকাশ্যে থাকলেও সাম্প্রতিক গ্রেপ্তার অভিযানের কারণে এখন আত্মগোপনে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যে কারণে কথা বলার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামকে মামলা না নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বলেন, বিষয়টি প্রেমঘটিত। আগেও মেয়ে একবার চলে গিয়েছিল। পুলিশ উদ্ধার করে দিয়েছে। তবে এবার মেয়ের বাবা ছেলের বাবা-মাকেও আসামি করতে চেয়েছিলেন। ঘটনার জন্য দায়ী কেবল ছেলে। যে কারণে মামলা নেওয়া সম্ভব হয়নি। তারা মামলা করেছেন ট্রাইবুনালে। তবে মামলার বিষয়টি এখন থানা তদন্ত করছে বলে ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন।