# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে ১২ মে সোমবার সকালে ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যায়। কোন হতাহতের ঘটনা না ঘটলেও এতে শহরের একাংশ সাড়ে চার ঘন্টা বিদ্যুৎহীন থাকে। সকল কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়। এছাড়া, সোমবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জে মৌসুমের সর্বোচ্চ ১৩২ মি.মি. বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।
জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুর রউফ জানিয়েছেন, কিশোরগঞ্জ শহরকে ১৪টি ফিডারে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে। শহরতলির যশোদল এলাকার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে শহরে আসা এক নম্বর ফিডারের লাইনের ওপর রেল স্টেশনের কাছে সোমবার সকাল ৮টার দিকে একটি ইউকেলিপ্টাস গছ উপড়ে পড়ে। এতে ১১ হাজার ভোল্টের লাইন ছিঁড়ে যায়। এর ফলে শহরের স্টেশন রোডের একটি বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। কয়েকটি আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায় প্রতিষ্ঠান ও অফিসের কাজকর্মে প্রচণ্ড ব্যাঘাত ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ কর্মীরা গাছ কেটে খুঁটিতে নতুন লাইন টনছেন। নতুন লাইন টানার পর বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
এদিকে জেলার একমাত্র আবহাওয়া অফিস নিকলীর আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় জেলায় এই মৌসুমের সর্বোচ্চ ১৩২ মি.মি. বৃষ্টিপাতের রেকডর্ক করা হয়েছে। রোববার দুপুরে তাপমাত্রা ছিল মৌসুমের সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বেলা ১২টায় ছিল ২৬ ডিগ্রি। এই আবহাওয়া অফিস ২৫ কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ করতে পারে।
জেলার ১৩ উপজেলায় বোরো ধান কাটা মোটামুটি শেষ। এখন রোদে ধান ও খড় শোকানোর পালা চলছে। এই ঝড়-বৃষ্টিতে মাড়াই করা ধান আর খড়ের বেশ ক্ষতি হচ্ছে বলে বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে।