# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে এসএসসি পরীক্ষার্থীকে নকল সরবরাহসহ অনৈতিক সুবিধা প্রদানের দায়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান আগেই অব্যাহতি দিয়েছিলেন। এখন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি লিখেছেন। শিক্ষকরা হলেন, জেলা শহরের কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী কেন্দ্র সচিব বিপদ ভঞ্জন বণিক, হল সুপার মো. মোবারক হোসেন ও সহকারী শিক্ষক তরুণ কান্তি কর। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানিয়েছেন, বরখাস্তের একটি তালিকা তাঁকেও দেওয়া হয়েছিল। তবে এ তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যানকে একটি চিঠি দিয়েছেন। সোমবার এ চিঠির কপি অব্যাহতি পাওয়া তিন শিক্ষকসহ জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণও পেয়েছেন।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির ৮ মে তারিখের স্বাক্ষরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে এ সংক্রান্ত চিঠিটি দিয়েছেন। তাতে দেখা গেছে, ওই বালিকা বিদ্যালয়ে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। কেন্দ্রের ১৭ নম্বর কক্ষে ১৮৪০৯০ রোল নম্বরের ছাত্র তন্ময় কর নির্জনের আসন বিন্যাস না থাকা সত্ত্বেও তাকে ওই কক্ষে বসিয়ে নকল সরবরাহসহ পরীক্ষায় অনৈতিক সুযোগ প্রদানের অভিযোগ উত্থাপিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া অভিযোগের তদন্ত করে প্রতিবেদন প্রেরণ করেছেন। চিঠিতে কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব বিপদ ভঞ্জন বণিক, হল সুপার মো. মোবারক হোসেন ও সহকারী শিক্ষক তরুণ কান্তি করের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া অধিদপ্তরের মহা-পরিচালককে বোর্ডের চেয়ারম্যানের লেখা চিঠির সত্যতা নিশ্চিত করে বলেছেন, চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকেও। তিনি জানান, একজন পরীক্ষার্থী পরিচয় গোপন রেখে তাঁর কাছে এই অনিয়নের বিষয়ে অভিযোগ করেছিল। তিনি তদন্ত করে সত্যতা পেয়ে জেলা প্রশাসককে জানালে ২৪ এপ্রিল সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্ব থেকে জেলা প্রশাসক অব্যাহতি প্রদান করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিকের মোবাইলে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। তবে হল সুপার মোবারক হোসেন বলেছেন, তন্ময় কর নির্জন হিন্দু ধর্মের সহকারী শিক্ষক তরুণ কান্তি করের ছেলে। তন্ময় পাঁচটি পরীক্ষা দেওয়ার পর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়টি মোবারক হোসেন জানতেন বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন বণিক এর আগে দুর্নীরি অভিযোগে প্রায় ৭ মাস বরখাস্ত ছিলেন। তখন মোবারাক হোসেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। বিপদ ভঞ্জন বণিক মাসখানেক আগে আবার বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন বলে মোবারক হোসেন জানিয়েছেন।