# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে শ্রমিক কল্যাণ ফেডারেশন মহান মে দিবস উদযাপন করেছে। পহেলা মে সকালে সংগঠনটি জেলা শহরে র্যালি করেছে। এরপর শহরের মোরগ মহালে সংগঠনের সভাপতি খালেদ হাসান জুম্মনের সভাপতিত্বে আলোচনা সভায় ‘মালিক শ্রমিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যাপক মোসাদ্দেক ভূঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।