# নিজস্ব প্রতিবেদক :-
শত শত এলাকাবাসীর বৃটিশ আলম থেকে চলাচলের রাস্তা বন্ধ করে একটি পরিবার ঘর তুলেছে। ইউপি চেয়ারম্যান উদ্যোগ নিয়েও মিমাংসা করতে পারেননি। রাস্তা নিয়ে প্রতিবেশিদের ওপর হামলা হলে একাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। থানায় মামলা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এটি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের চণ্ডিগ্রামের ঘটনা।
গ্রামের মৎস্য খামারি আব্দুল হাসিম, আজিজুল হক ও রবিন মিয়া জানান, চণ্ডিগ্রাম, নন্দিগ্রাম, বালিরাসহ কয়েক গ্রামের মানুষ চণ্ডিগ্রামের ওপর দিয়ে যাওয়া রাস্তাটি বৃটিশ আলম থেকে ব্যবহার করে আসছেন। কিছুদিন আগে মফিজ উদ্দিন, জসিম উদ্দিন, আকিল মিয়াসহ কয়েক ব্যক্তি রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। শত শত মানুষকে অনেক পথ ঘুরে গন্তব্যে যেতে হয়। যদিও সেখানে দখলকারীদের নিজস্ব জায়গা রয়েছে। কিন্তু এলাকাবাসী বার বার অনুরোধ জানিয়েছিলেন, যেন চলাচলের জায়গা রেখে ঘর নির্মাণ করা হয়। কিন্তু কারও কথায় তারা কর্ণপাত করেনি। সপ্তাহখানেক আগে রাস্তার বিতর্কে গ্রামের আফিল উদ্দিন ও তার ভাই শাহাব উদ্দিনের স্ত্রী হেলেনাসহ কয়েকজনকে মারধরও করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাসিম ও আজিজুল হক। এখন গ্রামের অন্যান্য লোকজন বলছেন, তারাও তাদের মালিকানাধীন জায়গায় রাস্তা বন্ধ করে দেবেন, যাতে ওই পরিবারটি চলাচল করতে না পারে। রাস্তায় ঘর নির্মাণকারী আকিল মিয়াকে এ ব্যাপারে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন জানিয়েছেন, রাস্তাটি পড়েছে ১ নম্বর ওয়ার্ডে। সেই ওয়ার্ডের মেম্বার আব্দুল কুদ্দুছকে নিয়ে তিনি দখলকারীদের বুঝিয়েছেন, যেন মানুষের চলাচলের জন্য কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়। কিন্তু তারা জায়গা ছাড়তে রাজি হননি।
এ ব্যাপারে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামকে জিজ্ঞাসা করলে বলেন, তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।