• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে ১ হাজার এতিম ও বিধবা মাতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-
প্রতিবারের ন্যায় এবারো আন্তর্জাতিক সাহায্য সংস্থহা কাতার চ্যারেটির অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) এর পরিচালনায় দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের ১ হাজার এতিম ও বিধবা মাতাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করা হয়। ২০ মার্চ বুধবার ভৈরব পৌর শহরের হাজী আসমত আলী কমপ্লেক্সের সম্মানিত সভাপতি ভৈরব পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. আমিন হাফিজ উমর শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির হোসেন, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, কাতার চ্যারেটি বাংলাদেশের প্রজেক্ট ইনচার্জ মো. জসীম উদ্দিন, কাতার চ্যারেটি ভৈরব অফিসের সুপারেন্টেন মাহমুদা আকতার, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সায়মা সাবরীনা, কাতার চ্যারেটির প্রজেক্ট সহকারী মেহেদী হাসান, শিশু পরিবারের ম্যানেজার মোজাহিদুল হক শুভ, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, হিসাবরক্ষক মুজিবুর রহমান ও দক্ষতা উন্নয়ন বিভাগ ইনচার্জ ইকরাম বখস।
এরপর এতিম পরিবারের প্রত্যেককে জনপ্রতি চাউল ২৫ কেজি, তৈল ৫ লিটার, খেজুর ২ কেজি, ছোলা ৩ কেজি, ডাল ৩ কেজি, চিনি ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, আদা ২৫০ গ্রাম, হলুদের গুড়া ১০০গ্রাম, মরিচের গুড়া ১০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, জিরা ৫০ গ্রাম করে মোট ৪৭ কেজি ১০০ গ্রাম ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *