• সোমবার, ২০ মে ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

ভৈরবে ইউএনও কেএমগোলাম মোর্শেদ খান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

# মো. আলাল উদ্দিন :-
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কারপ্রাপ্ত ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের আয়োজনে কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গোলাম মোর্শেদ খান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজ ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ দাস ধ্রুব, হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো. টিপু সুলতান, উচ্চতর গণিত বিভাগের সিনিয়র প্রভাষক এ.কে.এম নূর কুতুব-উল আলম, যুক্তি বিদ্যা বিভাগের সিনিয়র প্রভাষক মো. এনামুল হক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা কলেজ এডহক কমিটির সভাপতি ও ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান এর স্বল্প সময়ের মধ্যে কলেজের বিভিন্ন উন্নয়ন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি কর্মকাণ্ড, উল্লেখযোগ্য অবদান ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করে তার পরিবারবর্গের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। বিদায়ী অতিথি তার বক্তব্যে কলেজের ফলাফল, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড ভূয়সী প্রশংসা করেন এবং এর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া এবং বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ জহিরুল হকের লেখা বিদায়ী স্মারক মানপত্র ও উপহার দিয়ে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান কে সংবর্ধিত করেন। তিনি আগামী কয়েকদিনের মধ্যেই অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *