• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

সকল নির্বাচনে পোষ্টার নিষিদ্ধকরণের দাবী

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারি চাকুরিজীবীদের নির্বাচন করার বিধান সংশোধনের জন্য প্রথম রীটকারী নুরুল কাদের সোহেল এবার সকল নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করার দাবী করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন দিয়েছেন।
ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং বিগত জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী নুরুল কাদের সোহেল তার নির্বাচনী এলাকা ভৈরবে নানান সামাজিক অসঙ্গতি এবং জনগুরুত্ব সম্পন্ন বিষয় নিয়ে সকলের কাছে বেশ জনপ্রিয়।
৭ মার্চ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেয়া আবেদনে তার নির্বাচনী অভিজ্ঞতার আলোকে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সমতা ও বৈষম্য রোধে পোস্টার নিষিদ্ধ করা জরুরী প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন- সারা বছর একজন প্রকৃত রাজনীতিবিদ জনগণের দাবী-দাওয়া ও সমস্যা সমাধানের লক্ষ্যে রাজনীতিতে বিচরণ থাকায় ব্যবসায়ী বা অর্থবিত্তশালী হওয়ার সুযোগ থাকেনা। কিন্তু হঠাৎ কোন অর্থ বিক্তশালী লোক নির্বাচনে এসে তার পুরো নির্বাচনী এলাকায় পোস্টারে সয়লাব করে ফেলেন। কিন্তু আদর্শ ও সৎ রাজনীতিবিদ প্রতিযোগিতামূলক পোস্টার না লাগাতে পারার কারণে নির্বাচনে প্রাথী হিসেব চরম বৈষম্যের শিকার হন।
আগামী উপজেলা নির্বাচনের প্রস্তুত হওয়ার প্রেক্ষিতে তিনি আরো বলেন- প্রভাবশালী প্রার্থীরা নিরীহ প্রার্থদের পোষ্টার ছিঁড়ে ফেললেও নির্বাচনের পর প্রভাবশালী প্রার্থী দ্বারা নির্যাতনের ভয়ে প্রতিবাদ করেন না। শীতকালে পোষ্টার রাতে ঝুলিয়ে দিলে ভোরের কুয়াশায় ভিজে ছিঁড়ে নিচে পড়ে যায়। ফলে অঢেল টাকার মালিকেরাই প্রতিদিন একবার করে পোষ্টার লাগাতে পারে। প্রকৃত রাজনীতিবদ অর্থাভাবে প্রতিদিন লাখ লাখ পোস্টার লাগাতে পারেননা। পোস্টার মাটিতে পড়ে রাস্তার পরিবেশ নষ্ট হয়।
তিনি বলেন, অনেক প্রার্থীরা পলিথিন ব্যবহার করেছে। পরিবেশ অধিদপ্তর থেকে বার বার বলা হলেও শুধু বলার মধ্যেই থেকে যায়, কার্যকারিতা আসেনা। ফলে নিষিদ্ধ পলিথিনে পরিবেশ নষ্ট হয়। পোষ্টারের কারণে কাগজের মূল্য বেড়ে যায়। ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বই-খাতার দাম বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের সাহিত্য ও পবেষণামূলক গ্রন্থ প্রকাশে ব্যয় বহুল হওয়ায় বই লেখা ও পড়া থেকে জাতি বঞ্চিত হচ্ছে। ফলে মেধাবী জাতি হওয়া থেকে আমরা পিছিয়ে পড়েছি। উন্নত দেশে এভাবে পোস্টারের নামে অপচয় হয়না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *