• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

কিশোরগঞ্জ বার নির্বাচন শহিদুল আলম সভাপতি রতন সাধারণ সম্পাদক

কিশোরগঞ্জ বার নির্বাচন
শহিদুল আলম সভাপতি
রতন সাধারণ সম্পাদক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি মো. শহিদুল আলম শহীদ। আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ৪ মার্চ সোমবার। এতে আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সভাপতিসহ ৯টি, আর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিজয়ী হয়েছে। এবার ভোটার ছিলেন ৬১০ জন। ভোট দিয়েছেন ৫৬৮ জন।
সভাপতি পদে শহিদুল আলম শহীদ পেয়েছেন ৩২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন আহমেদ আবাদ পেয়েছেন ১৫৯ ভোট। আর জাতীয়তাবাদী প্যানেল প্রার্থী মনসুর আলম পেয়েছেন ৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন পেয়েছেন ২৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদ প্রার্থী এএফএম বজলে কাদের মুকুল পেয়েছেন ২৭৪ ভোট।
মোট ১৪টি পদের মধ্যে সমন্বয় পরিষদের অন্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আব্দুর রশিদ ভূঞা (৩২৭ ভোট), সহ-সভাপতি মুফতী মো. জাকির খান (৩০৩ ভোট), সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম (৩২৪ ভোট) এবং সদস্য মোশারফ হোসেন, মো. ওমর ফারুক, রফিকুল ইসলাম রফিক, মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া ও আছমা আক্তার। জাতীয়তাবাদী প্যানেলের বিজয়ী অন্য চার কর্মকর্তা হলেন সহ-সাধারণ সম্পাদক জুনায়েদ কায়সার বাপ্পি (৩০১ ভোট), লাইব্রেরি সম্পাদক রায়হান মিয়া (২৭৮ ভোট), সাংস্কৃতিক সম্পাদক এএম সাজ্জাদুল হক (৩২০ ভোট) ও অডিটর সাখাওয়াত হোসেন (২৯৯ ভোট)। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *