• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও শিশু সংগঠক শরীফ উদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার

কোন কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (২য় পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক

যেই সকল অন্যায়ের কারণে মানুষের উপর আল্লাহর অভিশাপ নেমে আসে তার মধ্য থেকে কয়েকটি অন্যায়ের কথা গত পর্বে আমরা জেনেছিলাম। যেমন- (১) তাক্বদীরকে অস্বীকার করা। (২) ঘুষ দেওয়া কিংবা ঘুষ গ্রহণ করা। (৩) রাসূল (সা.) এর আনীত দ্বীনের নাফরমানী করা। আর এই পর্বেও আমরা এই জাতীয় আরো কয়েকটি অন্যায়ের কথা জানব। যেমন-
(৪) সুদের সাথে সংশ্লিষ্টতা। সুদ মারাত্মক একটি ব্যাধি। বর্তমান সমাজের অনেক মানুষই আজকে বিভিন্নভাবে সুদের সাথে জড়িত আছে। অথচ সুদ গ্রহণ কিংবা সুদ প্রদান করা মারাত্মক একটি অন্যায় কাজ। এটি কবীরা বা বড় গুনাহ। জেনে শুনে একটি মুদ্রা সুদ গ্রহণ করলে ছত্রিশবার যিনা করার চেয়েও কঠিন হবে। রাসূল (সা.) এর হাদীস অনুযায়ী সুদের পাপের ৭০টি স্তর রয়েছে। আর তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিজের মাকে বিবাহ করা। সুদ এত জঘন্য অন্যায় যে, মানুষের মৃত্যুর পরপরই তার শাস্তি শুরু হয়ে যায়। সুদ এত মারাত্মক বলেই আল্লাহ তায়ালা সুদ খেতে নিষেধ করেছেন। এছাড়াও হাদীসে এসেছে যে,
জাবির (রা.) বলেন, রাসূল (সা.) সুদ গ্রহণকারী, প্রদানকারী, সুদী লেনদেনের লেখক এবং সুদের সাক্ষীদ্বয়ের প্রতি লা’নত বা অভিশাপ করেছেন। রাসূল (সা.) এটাও বলেন যে, অভিশাপে তারা সবাই সমান। (মুসলিম, মিশকাত:২৮০৭)
অত্র হাদীস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, সুদের সাথে সংশ্লিষ্টতা অভিশপ্ত হওয়ার অন্যতম একটি কারণ।
(৫) যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশী আত্মীয় হোক বা অনাত্মীয়, মুসলিম হোক অথবা অমুসলিম, যে কোন অবস্থায় সাধ্যানুযায়ী তাদেরকে সাহায্য সহায়তা করা ও তাদের খবরা খবর নেওয়া জরুরী। কেননা তাদের সাথে ভাল ব্যবহার করতে স্বয়ং আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন। প্রতিবেশীকে কষ্ট দানকারী জান্নাতে যাবে না বলে রাসূল (সা.) ঘোষণা করেছেন। যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না সেই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না। তাই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা খুবই জরুরী। ইসলামের এমন দিক নির্দেশনা থাকার পরও যেই মানুষ তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার উপর লা’নত বর্ষণ হয়। (সহীহ তারগীব: ২৫৫৮)
(৬) বিদআত সৃষ্টি করা কিংবা বিদআতীকে আশ্রয় দেওয়া। দ্বীন হিসাবে এমন কোন কিছু আবিষ্কার করা কিংবা মানা যার পক্ষে ইসলামী শরীয়তের কোন প্রমাণ নেই, তাই হলো বিদআত। বিদআতের সাথে জড়িত থাকা মারাত্মক একটি কবীরা গুনাহ। কেননা সকল ধরনের বিদআতকেই রাসূল (সা.) গোমরাহী হিসাবে আখ্যা দিয়েছেন। আর বিদআতসহ সকল গোমরাহীর ঠিকানাই হলো জাহান্নাম। এছাড়া যেই মানুষ বিদআত সৃষ্টি করে তার উপর লা’নত বর্ষণ হয়। (মুসলিম: ১৩৬৬)
মহানবী (সা.) বলেন, আল্লাহ সেই ব্যক্তিকে অভিশাপ করেন, যে তার মা-বাবাকে অভিশাপ করে। আল্লাহ ঐ ব্যক্তিকে অভিশাপ করেন, যে গায়রুল্লাহর উদ্দেশ্যে যবেহ করে। আল্লাহ তায়ালা ঐ ব্যক্তিকেও অভিশাপ করেন, যে কোন বিদআতীকে আশ্রয় দেয় (আর তা বিদআতকে সমর্থন করার মাধ্যমেও হতে পারে)। (মুসলিম:৫০১৮)
উল্লেখিত আলোচনা থেকে অভিশাপ বা লা’নত নেমে আসার মত আরো তিনটি অন্যায়ের কথা আমরা জানতে পারলাম। কাজেই আমাদের সকলেরই উচিত এই অন্যায়গুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), কমলপুর, ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *