• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version

নির্বাচন বর্জনকারীদের কঠোর বার্তা দিলেন কিশোরগঞ্জের এসপি

নির্বাচন বর্জনকারীদের
কঠোর বার্তা দিলেন
কিশোরগঞ্জের এসপি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আগামী দিনের জন্য নির্বাচন বর্জনকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, অনেকেই এখন জামিন নিয়ে বেরিয়ে এসেছেন। কিন্তু আগামীতে আন্দোলনের নামে নাশকতা বা জনজীবন ক্ষতিগ্রস্ত করার মত কোন কার্যক্রম শুরু করলে কঠোর হস্তে দমন করা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি ১৪ জানুয়ারি রোববার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেছেন।
পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচনের সময় রাজনীতির বাতাবরণে অনেক দুর্বৃত্ত প্রচুর মোটরসাইকেল নিয়ে প্রার্থীদের পক্ষে কাজ করেছে। কোন বৈধ কাগজপত্র না থাকলেও রাস্তায় দল বেঁধে শোডাউন করেছে। তখন নানা বিবেচনায় বাধা দেয়া সম্ভব না হলেও নির্বাচনের পর ২০১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কোন দুর্বৃত্তকে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন, নির্বাচনের সময় কিশোরঞ্জে ছোটখাট কয়েকটি ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি ছিল শান্ত ও স্বাভাবিক। তার পরও যে দু’একটি ঘটনা ঘটেছে, এর জন্যও ব্যবস্থা নেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন পরবর্তী কোন সহিংসতাও করতে দেয়া হবে না। তারা যে নেতার ছত্রছায়াতেই থাকুন না কেন। ‘আমি অমুন নেতার লোক, তমুক নেতার লোক’ পরিচয় দিয়ে লাভ হবে না।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কালেক্টরেট সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *