• সোমবার, ২০ মে ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

নৌকার পরাজিত প্রার্থী কাহার আকন্দ প্রতিকার পেতে আদালতে যাবেন

নৌকার পরাজিত প্রার্থী
কাহার আকন্দ প্রতিকার
পেতে আদালতে যাবেন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-২ আসনে নৌকার পরাজিত প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি এ ব্যাপারে প্রতিকার পেতে আদালতে যাবেন বলে জানিয়েছেন। এখানে বিজয়ী হয়েছেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক এমপি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। সোহরাব উদ্দিন পেয়েছেন ৮৯ হাজার ৫৩৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাহার আকন্দ পেয়েছেন ৬৮ হাজার ৯৩২ ভোট। সোহরাব উদ্দিনকে ২০ হাজার ৬০৭ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের দিন ৭ জানুয়ারি রাতে ভোট গণনাশেষে বিভিন্ন গণমাধ্যমে সোহরাব উদ্দিন বিজয়ী হয়েছেন মর্মে প্রচার শুরু করে। এরই এক পর্যায়ে দুটি টেলিভিশনে আব্দুল কাহার আকন্দ জয়লাভ করেছেন বলে প্রচার শুরু করে। খবরটি দেখে রাতেই কাহার আকন্দ রিটার্নিং কর্মকর্তার কাছে ছুটে গিয়েছিলেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি জানান, ভোট গণনার কোন পর্যায়েই কাহার আকন্দ বিজয়ী হয়েছেন মর্মে জানানো হয়নি। ফলে দুটি টেলিভিশনে বিভ্রান্তিকর খবর প্রচার হয়েছে। অথচ কাহার আকন্দ রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে বলেছিলেন, মিডিয়ার ভোটের হিসাবে তিনি বিজয়ী হয়েছেন। নির্বাচন কর্মকর্তাদের গণনায় কোথাও ভুল হয়েছে।
আব্দুল কাহার আকন্দকে এ ব্যাপারে প্রশ্ন করলে জানান, ‘আমি অবশ্যই এই রায়ের বিরুদ্ধে আদালতে যাব।’ তিনি নির্বাচন কমিশনেও এ ব্যাপারে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *