• সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দুই রাষ্ট্রপতির সন্তান ছাড়া তাঁদের আসনে কারও জামানত নেই

দুই রাষ্ট্রপতির সন্তান
ছাড়া তাঁদের আসনে
কারও জামানত নেই

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সাবেক দুই রাষ্ট্রপতির সন্তানের জামানত ছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য কারও জামানত রক্ষা হয়নি। কিশোরগঞ্জ-৪ আসনে নৌকা নিয়ে টানা চতুর্থবারের মত বিজয়ী হয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জ্যেষ্ঠ সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি ছাড়া বাকি ৫ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এছাড়া কিশোরগঞ্জ-৬ আসনেও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জ্যেষ্ঠ সন্তান নাজমুল হাসান পাপন নৌকা নিয়ে টানা চতুর্থবার এমপি হলেন। তিনি ছাড়া ওই আসনে বাকি ৬ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।
কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার আছেন ৩ লাখ ৮২ হাজার ২৫১ জন। ভোট প্রদান করেছেন ২ লাখ ১৯ হাজার ২৫০ জন। এখানে ৬ জন প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে রেজওয়ান আহাম্মদ তৌফিক পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট। একমাত্র তাঁরই জামানত রক্ষা হয়েছে। অন্যদের মধ্যে জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আ. মজিদ পেয়েছেন ৯৯৯ ভোট। আম প্রতীকে এনপিপি’র মো. জয়নাল আবেদিন পেয়েছেন এক হাজার ২৫৩ ভোট। মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. নছিম খান পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট। গামছা প্রতীকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী মো. শরীফুল আহসান পেয়েছেন ৮২২ ভোট। জামানত ফেরতের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট নৌকার প্রার্থী ছাড়া অন্য কেউই পাননি। ফলে বাকি ৫ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়ে গেল।
অন্যদিকে কিশোরগঞ্জ-৬ আসনেও নাজমুল হাসান পাপন অন্য ৬ জন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে মোট ভোটার আছেন ৩ লাখ ৯৯ হাজার ২৪২ জন। ভোট দিয়েছেন ২ লাখ ১৩ হাজার ৭১৪ জন। নাজমুল হাসান পাপন পেয়েছেন এক লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট। অন্যদের মধ্যে মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট। জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল পেয়েছেন ৩ হাজার ৫৬ ভোট। ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আয়ুব হোসেন পেয়েছেন ১ হাজার ১৯৪ ভোট। একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টির হেলাল উদ্দিন পেয়েছেন ৯৫৫ ভোট। আম প্রতীকে এনপিপি’র তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম পেয়েছেন ৪৯১ ভোট। নাজমুল হাসান পাপন ছাড়া ৬ জনের কেউই প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পাননি। ফলে এদের সকলেরই জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *