• সোমবার, ২০ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

নিজ কেন্দ্রে ভোট দিলেন বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন

# মিলাদ হোসেন অপু :-
নিজ কেন্দ্রে ভোট দিলেন নৌকার প্রার্থী কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ কেন্দ্র এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু্, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের একান্ত সচিব অধ্যাপক লুৎফুর রহমান ফুলু ও সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ভৈরব কুলিয়ারচরের মানুষ আমাকে ভালবাসে। তারা আমাকেই ভোট দিবেন। ভৈরব ও কুলিয়ারচরে ভোটার উপস্থিতি অনেক ভাল হয়েছে।
এই দিকে আজ সকাল থেকেই স্বর্তস্ফুর্ত ভাবে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে হাজির হচ্ছেন। সকালে ভোটের শুরুতেই ভৈরব পৌর শহরের আব্দুল আজিজ মাতৃসদন, মুন আইডিয়াল কিন্ডার গার্টেন, ভৈরব সরকারি কেবি পাইল হাই স্কুল, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ও এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ভৈরব- কুলিয়ারচরে ভোটার সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার ৩১৯ জন। এদের মধ্যে ভৈরবে ২ লক্ষ ৩৯ হাজার ৫৮ জন ও কুলিয়ারচরে ১ লক্ষ ৫৯ হাজার ২৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুই উপজেলায় ১৪২টি কেন্দ্রের মধ্যে ভৈরবে ৮৬ টি ও কুলিয়ারচরে রয়েছে ৫৬ টি কেন্দ্র। এদের মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তারও ব্যবস্থা রয়েছে।
অফিস সুত্রে আরো জানা যায়, এ আসনে সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন, ৩ বারের সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে নাজমুল হাসান পাপন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নুরুল কাদের সোহেল, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে হাজি রুবেল হোসেন, সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে আয়ুব হোসন, বাংলাদেশ সুপ্রীম পার্টির প্রার্থী একতারা প্রতীকে হেলাল উদ্দিন বাচ্চু, এনপিপির প্রার্থী আম প্রতীকে তারেক মো. শহীদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা নিয়ে আবদুল সাত্তার খোকন লড়ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *