• সোমবার, ২০ মে ২০২৪, ০২:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কিশোরগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মহিলা পরিষদ মানববন্ধন করেছে আস্থা-৯৩ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ ভৈরবে র‌্যাব ক্যাম্পে নারীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না, থানায় অপমৃত্যু মামলা নবীনগরে ডা. শাহ আলম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ভৈরবে মেঘনা লাইফের মৃত্যুদাবির চেক প্রদান

কিশোরগঞ্জের তিনটি আসনে নৌকাসহ ১০ প্রার্থিতা বাতিল

কিশোরগঞ্জের তিনটি আসনে
নৌকাসহ ১০ প্রার্থিতা বাতিল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের তিনটি আসনে নৌকার এক প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল হয়ে গেছে। জেলার ৬টি আসনের মধ্যে আজ ৩ ডিসেম্বর রোববার কিশোরগঞ্জ-১-২-৩ আসনের প্রার্থীদের বাছাই সম্পন্ন হয়েছে। মোট ৩০ জন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন কিশোগরঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি হলফনামায় মামলার তথ্য গোপন করার দায়ে মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বাতিল হওয়া আরও দুই আলোচিত প্রার্থী হলেন কিশোরগঞ্জ-১ আসনের মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র) ও কিশোগরঞ্জ-২ আসনের প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান (স্বতন্ত্র)।
সাফায়েতুল ইসলাম শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান। এখানে নৌকার প্রার্থী হয়েছেন তারই ছোটবোন বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যগ্মসাধারণ সম্পাদক জাকিয়া নূর লিপির চাচাত ভাই সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর মনোনয়পত্র বৈধ হয়েছে। সাফায়েতুল ইসলাম এবং আখতারুজ্জামান নির্বাচন কমিশনে আপীল করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে নাসিরুল ইসলাম খান আওলাদকে একাধিকবার ফোন করলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
সাফায়েতুল ইসলামের একজন সমর্থনকারী ভোটার মৃত। তার ছেলে বাবার পক্ষে সমর্থনসূচক স্বাক্ষর করেছেন। অন্যদিকে আখতারুজ্জামান তাঁর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন। এছাড়া তিনটি প্রতিষ্ঠানের ঋণের কথা উল্লেখ করেছেন। অথচ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে চারটি প্রতিষ্ঠানের ঋণের কথা উল্লেখ রয়েছে। ফলে তথ্য গোপনের জন্য মনোনয়ন বাতিল হয়েছে।
কিশোরগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি সৈয়দা জাকিয়া নূর লিপি, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র ভৌমিক দোলন, জাকিয়া নূর চাচাত ভাই জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (স্বতন্ত্র), জাতীয় পার্টির প্রার্থী ডা. আব্দুল হাইসহ ১২ প্রার্থীর ৯ জনের মনোনয়ন বৈধ হয়েছে। কিশোরগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী সাবেক অতিরিক্ত ডিআইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ ও আওয়ামী লীগের সাবেক এমপি সোহরাব উদ্দিনসহ (স্বতন্ত্র) ৫ জনের মনোনয়ন বৈধ হয়েছে।
কিশোরগঞ্জ-৩ আসনে বর্তমান এমপি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে মেজর (অব.) মো. নাসিমুল হকের (স্বতন্ত্র) মনোনয়নও বৈধ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *