• বুধবার, ২২ মে ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ৩ উপজেলার নির্বাচনে মোতায়েন ৭ প্লাটুন বিজিবি সদস্য নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন

অটোচালক হত্যার শোকে এবার মারা গেলেন বাবা

শ্বশুরবাড়িতে কোলে আর পাশে দুই শিশুকে নিয়ে বিউটি আক্তার। -পূর্বকণ্ঠ

অটোচালক হত্যার শোকে
এবার মারা গেলেন বাবা

# মোস্তফা কামাল :-
একমাত্র সন্তান অটোরিকশা চালিয়ে বাঁচিয়ে রেখেছিলেন সংসার। এক সময় বাবা রিকশা চালিয়ে সংসারের চাকা সচল রাখলেও শরীর আর চলছিল না। সংসারের হাল ধরেছিলেন ছেলে মোশারফ হোসেন (২৪)। মোশারফের মা মারা গেছেন কয়েক বছর আগে। ছেলেকে বিয়ে দিয়েছিলেন। ছেলের একটি মেয়ে হবার পর স্ত্রী ৭ মাসের গর্ভবতী। এমনই এক দুঃসময়ে অটো ছিনতাইকারী চক্র কেড়ে নিল মোশারফকে। এর পর থেকেই বাবা সুলতান উদ্দিন সুলতু (৫৮) ঠিকমত খাওয়া-দাওয়া করতে পারছিলেন না। শরীরটা ক্রমেই ভেঙে পড়ছিল, দুর্বল হয়ে পড়ছিল। প্রাণশক্তি ক্রমশই নিঃশেষ হয়ে আসছিল। অবশেষে ২১ নভেম্বর মঙ্গলবার ভোর রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এভাবেই মর্মস্পর্শী বর্ণনা দিচ্ছিলেন হোসেনপুরের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মারা যাওয়া সুলতান উদ্দিন সুলতুর ছোটভাই শুক্কুর আলী (৫৫)।
মোশারফ হত্যার মামলার বিবরণে জানা যায়, তিনি অন্যের ব্যাটারি চালিত অটোরিকশা চুক্তিতে চালাতেন। বিয়ে করেছিলেন উপজেলার জগদল গ্রামের সুলতান মিয়ার মেয়ে বিউটি আক্তারকে। ২০২১ সালের ২ নভেম্বর। এসময় মোশারফের প্রথম সন্তান ইসরাত জাহানের বয়স ২ বছর। দ্বিতীয় সন্তান মাহাদী হাসান শোয়েব তখন স্ত্রীর ৭ মাসের গর্ভে। দুপুরে মোশারফ বাড়ি থেকে অটো নিয়ে বের হন। রাত ৯টায় কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকা থেকে তিনজন যাত্রী বেশে মোশারফের অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহের নান্দাইলের দেওয়ানগঞ্জ এলাকায় যায়। সেখানেই মোশারফকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। মোশারফের চিৎকারে এলাকাবাসী এসে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার তিন দিন পর ৫ নভেম্বর মোশারফের বাবা সুলতান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে নান্দাইল থানায় দণ্ডবিধির ৩৯৪/৩০২/৩৪ ধারায় মামলা (মামলা নং ৬) করেছিলেন। মামলাটি ওই বছর ২৪ নভেম্বর ডিবিতে স্থানান্তর হলে পরিদর্শক ইমরান আল হোসাইন তদন্তে নামেন। ঘটনাস্থল থেকে ছোরা, রড ও এক জোড়া জুতা জব্দ করেন। ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করেন। আটক করেন নান্দাইলের রহিমপুরের সোহরাব উদ্দিনের ছেলে মো. মনির উদ্দিন (২৬), বারঘড়িয়া এলাকার মো. উজ্জ্বল মণ্ডলের ছেলে শান্ত মণ্ডল (২০), উত্তর জাহাঙ্গীর পুরের মৃত আব্দুল বারিকের ছেলে আশরাফুল ইসলাম মানিক (২৫) ও তারাপাশা এলাকার বাচ্চু মিয়ার ছেলে গ্যারেজ মালিক শাহাজালাল শিকদারকে (২৫)। তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। তদন্ত কর্মকর্তা এবছর ১৬ জানুয়ারি আদালতে এ চারজনের নামে অভিযোগপত্রও দিয়েছেন। বর্তমানে আসামিরা জামিনে রয়েছে বলে মোশারফের চাচা শুক্কুর আলী জানিয়েছেন।
মোশারফ মারা যাবার পর বাবা সুলতান উদ্দিন সংসার চালাতে পারছিলেন না। ফলে মোশারফের স্ত্রী বিউটির কোলে এক সন্তান আর গর্ভে আরেক সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান। শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার তিনি দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি এসেছিলেন। দুটি অবোঝ শিশুর শেষ আশ্রয় ছিলেন দাদা। এখন থেকে দাদাও নেই। হতভাগা শিশু দুটি কোনদিন বাবাও ডাকতে পারবে না, দাদাও ডাকতে পারবে না!
এদিকে অটোশ্রমিক অধিকার রক্ষা কমিটির আহবায়ক প্রতিবেশি আলাল মিয়া জানালেন, রোববার সুলতান উদ্দিনের সঙ্গে দেখা হলে তিনি বলেছিলেন, ‘আমি মনে হয় তাড়াতাড়িই মরে যাব’। আলাল মিয়া হালকা কথা বলে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। সোমবার আবারও দেখা হলে একই কথা বলেছিলেন। সেদিনও আলাল মিয়া তাঁকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু একদিনের মধ্যেই তিনি সত্যি সত্যিই চলে গেলেন। মঙ্গলবার বাদ আসর এলাকায় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে সুলতান উদ্দিনকে দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *