• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে শুরু হচ্ছে পরিবার পরিকল্পনা কল্যাণ সেবা সপ্তাহ

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শুরু হচ্ছে
পরিবার পরিকল্পনা
কল্যাণ সেবা সপ্তাহ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পালিত হবে পরিবার পরিকল্পনা কল্যাণ ও সেবা সপ্তাহ। এ উপলক্ষে আজ ১৯ নভেম্বর রোববার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ ছাড়াও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ প.প. বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার গঠনের ওপর আলোকপাত করা হয়। নিম্নবিত্ত অসচেতন পরিবারগুলোতে আর্থিক সক্ষমতার তুলনায় সন্তান সংখ্যা বেশি থাকে বলে বক্তাগণ মন্তব্য করেন। তারা বলেন, জাপানসহ কোন কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির তাগিদ দিলেও বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ ও আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এর ফলে অনেক নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করতে হয়। সন্তান বেশি থাকায় সংশ্লিষ্ট পরিবারগুলোও নানা রকম চাপে পড়ে। কাজেই এ ব্যাপারে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সেই সাথে প্রাতিষ্ঠানিক উদ্যোগগুলোকে আরও সক্রিয় করার জন্যও তাগিদ দেয়া হয়। এর জন্য পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিটি কর্মীকে নিরলসভাবে কাজ করার জন্যও তাগিদ দেয়া হয়। দেশের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে দেশের পরিবেশ ও জগণের জীবনযাত্রা আরও উন্নত হতে পারে বলেও সবাই মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *