• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী পেনশন স্কিমে ধীর গতি হেল্প ডেস্ক উদ্বোধন বাজিতপুরে কৃষিবিদ ইসরাফিল জাহান এর বিদায় সংবর্ধনা যে সমস্ত কাজ করলে আল্লাহর গযব বা অভিশাপ নেমে আসে (৪র্থ পর্ব) ; সংকলনে : ডা. এ.বি সিদ্দিক বৈশাখের নতুন ধানে ভরপুর ভৈরবের মোকাম ক্রেতা কম থাকায় দুশ্চিতায় বিক্রেতারা ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী

কিশোরগঞ্জে ৭৩ এইডস রোগী স্থাপন হবে শনাক্তকরণ ল্যাব

বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৭৩ এইডস রোগী
স্থাপন হবে শনাক্তকরণ ল্যাব

#মোস্তফা কামাল :-
কিশোরগঞ্জে ৭৩ জন এইডস রোগী আছে। তাদের নাম-ঠিকানা বলা হচ্ছে না। তবে কিশোরগঞ্জে অচিরেই এইডস শনাক্তকরণ ল্যাব হবে। রোগীদের বিনামূল্যে চিকিৎসাও দেওয়া হবে। ১২ মার্চ মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ে এইডস নির্মূলে সচেতনতা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের এইডস নিয়ন্ত্রণ কর্মসূচীর ব্যবস্থাপক ডা. আব্দুল ওয়াদুদ, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল্লাহ, এইডস নিয়ন্ত্রণ কর্মসূচীর উপ-ব্যবস্থাপক ডা. তানভীর আহমেদ, ডা. ফাইজা মোকাররমা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার প্রমুখ। সেমিনারে জানানো হয়, দেশের ২৩টি জেলায় এইডস শনাক্তকরণ ল্যাব আছে। চলতি অর্থবছরে কিশোরগঞ্জসহ আরও ২৫টি জেলায় ল্যাব হবে। কিশোরগঞ্জের ল্যাবটি হবে ২৫০ শয্যার হাসপাতালে।
সেমিনারে আরও জানানো হয়, বাংলাদেশে সন্ধিগ্ধ ১৫ হাজার এইডস রোগী ছিল। এর মধ্যে ৯ হাজার রোগীকে পরীক্ষা করে এইডস শনাক্ত করা হয়েছে। আরও ৬ হাজার রোগীর সন্ধান করতে না পারায় এখনও পরীক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেও ১৫৮ জনের এইডস শনাক্ত হয়েছে। তবে এইডস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। অনিরাপদ যৌন সম্পর্ক ছাড়াও সিরিঞ্জের মাধ্যমে, মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর মধ্যেও এইডস সংক্রমিত হতে পারে। সময়মত শনাক্ত হলে এবং চিকিৎসা করালে এইডস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এইডসমুক্ত করবেন বলে ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলে বক্তাগণ জানিয়েছেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. তারেক আনাম, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. দেবাশীষ ভৌমিক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম, ভৈরবের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. আলপনা মজুমদার, ইমাম, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *