• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version

বাজিতপুরে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫শ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ১৪ আগস্ট সোমবার বেলা সাড়ে ১১টায় বাজিতপুর ঘোড়াউত্রা নদীতে ২০২২-২০২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় এসব পোনা মাছ অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হাই প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *