# মোহাম্মদ খলিলুর রহমান :-
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা কৃষি বিভাগ আয়োজিত কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পৌর শহরের ঐতিহাসিক ডাকবাংলোর মাঠে কৃষি মেলা অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই সোমবার কৃষি মেলা সমাপ্ত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল সাত্তার।
বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ অতিরিক্ত উপ-পরিচালক মো. শাহীনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।
মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে পিরিজপুরের কৃষি জাদুঘর বজলুর রহমান, দ্বিতীয় স্থান অর্জন করে নোয়াপাড়ার মডেল গ্রাম স্টল আজিজুল হক এবং তৃতীয় স্থান অর্জন করে সরারচরের পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি স্টল হাদিকুল ইসলাম।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ১৮টি স্টলের প্রত্যেকের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল জাহান।