• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

কিশোরগঞ্জে শোকাবহ পরিবেশে আশুরা পালন

বৌলাই এলাকায় আশুরা উপলক্ষে জারিগানের আয়োজন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শোকাবহ
পরিবেশে আশুরা পালন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিষাদের জারিগান গেয়ে আর বুক চাপড়ে পত্রিব আশুরা পালন করা হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী সদর উপজেলার বৌলাই এলাকায় পীর আকবর আলী হোসাইনীর আস্তানায় এই আশুরার আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে নারী-পুরুষ নির্বিশেষে শত শত ভক্ত এসে আশুরার অনুষ্ঠানে যোগ দেন। শনিবার সকালে গিয়ে দেখা গেছে, পাশাপাশি দুটি প্যান্ডেলে চলছে দলগত জারিগান। এতে লাল পোশাক পরে বড়দের সাথে ছোট শিশুরাও নেচে নেছে গান গাইছে। ভক্তদের জন্য বড় বড় পাত্রে খিচুরি রান্না করতেও দেখা গেছে।
৩৬০ আউলিয়ার নবম বংশধর শাহ আকবার আলী হোসাইনী চিশতি সিলেট অঞ্চল থেকে এসে কিশোরগঞ্জের এই অঞ্চলে আস্তানা গাঢ়েন বলে জানিয়েছেন তাঁর কনিষ্ঠ সন্তান বর্তমান গদিনাসীন পীর সৈয়দ নূরুল আউয়াল তারা মিয়া। তাঁর বাবা মারা গেছেন ৬৩ বছর আগে। এরপর তারা মিয়া উত্তরাধিকারের পরম্পরায় এখন দায়িত্ব পালন করছেন। তিনি জানান, মহরমের প্রথম দিন থেকেই এখানে জারিগানের আসর বসে। মিলাদেরও আয়োজন করা হয়। ভক্তদের জন্য খিচুরি রান্না হয়। তখন থেকেই ভক্তরা এসে জড়ো হতে থাকেন। আর পবিত্র আশুরার দিন ভক্তসহ বিভিন্ন শ্রেণীর লোক সমাগম বেশি হয়। সকাল থেকে জারিগানের আসর বসে। আর বিকালে হয় তাজিয়া মিছিল। পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন তারা মিয়ার ছেলে সৈয়দ আওলাদ-ই-আউয়াল ইয়াসিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *