• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১০

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের ঘোড়াকান্দা ও পঞ্চবটি এলাকার যুবকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষ দা, ছুরি, বল্লম, লাঠি সোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর পর্যায়ক্রমে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়।
স্থানীয়রা জানান, ২৪ জুলাই পঞ্চবটি এলাকার আকলিমা নামে এক মহিলাকে মারধোর করে ঘোড়াকান্দা এলাকার দীপুসহ তার সঙ্গীরা। এ সময় উভয় পক্ষ উত্তেজিত হলেও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি শান্ত করে। ২৫ জুলাই মঙ্গলবার সকালে পঞ্চবটি এলাকার যুবকদের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল পৌর স্টেডিয়াম মাঠে। এ খেলায় ঘোড়াকান্দার কয়েকজন যুবক অংশগ্রহণ করে। গত রাতের ঘটনা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন উভয় পক্ষের লোকজন তাদের সেখান থেকে ফিরিয়ে আনেন। বিকেল সাড়ে ৪টায় পঞ্চবটি বালুর মাঠে পঞ্চবটি যুবকদের ফুটবল খেলার মুহুর্তে ঘোড়াকান্দার ছেলেদের সাথে আবারো সংঘর্ষ হয়। এ সময় ঘোড়াকান্দার লোকজন পঞ্চবটি এলাকায় কয়েকটি বাড়ি ঘর ভাংচুর করে। উভয় পক্ষ উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হলে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে পঞ্চবটি এলাকার খলিলুর রহমান বলেন, পঞ্চবটি এলাকার ক্রিকেট টুর্নামেন্টে আমি ঘোড়াকান্দা এলাকা থেকে যুবকদের আমাদের পক্ষে নিয়ে খেলায় অংশগ্রহণ করি। ২৪ জুলাই রাতের ঘটনায় মাঠের মধ্যে ঘোড়াকান্দার ছেলেদের সাথে পঞ্চবটি এলাকার বাকবিতণ্ডা হয়। এ সময় ঘোড়াকান্দার সাকিরা, সোহেল, আশিক, আরাফাত, জয় তারা আমাদের উপর হামলা করে মারধোর করে। বিকেল সাড়ে ৪টায় ঘোড়াকান্দার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের এলাকায় হামলা করে।
ঘোড়াকান্দা এলাকার সোহেল মিয়া জানান, পঞ্চবটি এলাকার কালা মিয়া, জুম্মান, রুবেল, শাহজালাল, খলিলসহ তাদের লোকজন স্টেডিয়াম মাঠে আমার উপর চড়াও হয়ে আমাদের মারধোর করে। মঙ্গলবার আবারও পঞ্চবটি বালুর মাঠে আমাদের ঘোড়াকান্দা ছেলেদের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ঘোড়াকান্দা ও পঞ্চবটি এলাকার মারামারির বিষয়টি আমি অবগত নয়। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *