• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version

ভৈরবে পৃথক ঘটনায় শিশু ও কিশোরীর মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পৃথক ঘটনায় শিশু ও কিশোরীর মৃত্যু হয়েছে। ২৭ জনু মঙ্গলবার বিকাল চারটায় পৌর শহরের চণ্ডিবের এলাকায় অটো রিক্সার নিচে পড়ে চার বছরের শিশু মো. আইজুল মৃত্যু বরণ করে। আইজুল ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অপর দিকে পৌর শহরের কালিপুর এলাকার ইয়াছিন মিয়ার মেয়ে নদী আক্তার (১৪) ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করে।
নিহত শিশু আইজুলের বাবা বাবুল মিয়া জানান, দুপুরে খাবার খেয়ে ছেলে আইজুল চিপস খেতে চাই। বাড়ির পাশে দোকান থেকে চিপস কিনে বাড়িতে আসার জন্য রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকে। অটো ড্রাইবার রঞ্জিত মল্লিক স্প্রীডে আটো চালিয়া যাওয়ার মূহূর্তে হঠাৎ কড়া ব্রেক করে। কড়া ব্রেকের কারণে গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে দাড়িঁয়ে থাকা আইজুলের উপরে পরে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আইজুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মৃত্যুবরণ করে। ঘটনার পর অটোসহ ড্রাইভার রঞ্জিত মল্লিককে আটক করেছে এলাকাবাসী।
এ দিকে কালিপুর এলাকার নদী আক্তারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান ভৈরব থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, কিশোরী নদী আক্তার দীর্ঘদিন যাবত নানা এলাছ মিয়ার বাড়িতেই বসবাস করছেন। সে একই এলাকার হারুণ মিয়ার মেয়ের জামাই কালু মিয়ার প্রেমে পড়ে। কালুর বাড়ি শহরের রামশংকর পুর এলাকায়। কালু বিয়ের পর থেকেই শশুরবাড়িতে থাকে। সে বিবাহিত ছেলে হওয়ায় নদী আক্তারের পরিবার বিষয়টি মেনে নেয়নি। ২৭ জুন দুপুরে নদী আক্তার বিয়ের দাবীতে কালুর শশুর বাড়িতে গিয়ে উঠে। কালুর স্ত্রী ও স্বজনরা নদীকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। পরে বিষয়টি নদী মেনে নিতে পারেনি। নিজ ঘরে গলায় উড়না প্যাচিঁয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জনান, দুইটি মৃত্যুরই খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কিশোরীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *