• মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৫২ পূর্বাহ্ন |
  • English Version

অফিস চলাকালে চিকিৎসক অনুপস্থিত, তালাবদ্ধ পরিবার-পরিকল্পনা কেন্দ্রে জ্বলছে বৈদ্যুতিক বাতি

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে সকাল ১০ টার পরও তালাবদ্ধ পরিবার-পরিকল্পনা কেন্দ্রে বৈদ্যুতিক বাতি জ্বলতে দেখা যায়। এতে করে বিদ্যুৎ অপচয় হচ্ছে নিয়মিত।
আজ ৭ মে রোববার সকাল ১০ টায় এমন দৃশ্য দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য মতে সালুয়া পরিবার-পরিকল্পনা কেন্দ্রে সপ্তাহে ২-৩ দিন ডাক্তার আসেন তাও দেরি করে। আবার চলে যায় নির্ধারিত সময়ের আগেই।
মুঠোফোনে কথা হলে সালুয়া ইউনিয়ন পরিবার-পরিকল্পনা কেন্দ্রে কর্মরত চিকিৎসক রাজেশ কান্তি দাস সাংবাদিকদের বলেন, অসুস্থতার জন্য ইদানিং দেরিতে আসতে হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার সাংবাদিকদের বলেন, খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *