• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন |
  • English Version

বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৭০নং বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ মে রোববার সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে “সচেতন মা, শিক্ষিত সন্তান, উন্নত জাতি”, “শিক্ষার উদ্দেশ্যে এসো, সেবার জন্য বেরিয়ে যাও”- এ স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবয়নের উদ্দেশ্যে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা। অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের জমিদাতার উত্তরসূরী ও সদস্য মো. সাইয়ুম মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছিমা বেগম ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মো. আলী মিলন, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. শামসুল হক, মো. হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আলী আকবরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুল হক, দক্ষিণ গোবরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, বড়খারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রওফ, দোয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল বাছির, কলাকূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মাহবুবুল আলম, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট কুলিয়ারচর উপজেলা শাখার কমিশনার মো. আইয়ুব খান, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাহমুদা মেরাজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, বর্তমান সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি লুৎফুল আজাদ সোহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাদল ও দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আনিসুর রহমান সোহাগ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজুল হক ও সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন জনি। দোয়া মাহফিল পরিচালনা করেন জামিয়া সিদ্দিকিয়া বেতিয়ারকান্দি, কুলিয়ারচর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *