• শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন |
  • English Version

কটিয়াদীতে মূল্য জালিয়াতি মেয়াদোত্তীর্ণ খাদ্যের জন্য ৪০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ধ্বংস করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে মূল্য জালিয়াতি
মেয়াদোত্তীর্ণ খাদ্যের জন্য
৪০ হাজার টাকা জরিমানা

# নিজস্ব প্রতিবেদক :-
কটিয়াদী বাজারে পোশাকের মূল্যে প্রতারণার দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে অপর এক প্রতিষ্ঠানকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযানে এই জরিমনা করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানিয়েছেন, এক্সপোর্ট গ্যালারি নামে প্রতিষ্ঠানে পোশাকের গায়ে ১৩শ টাকার ট্যাগের ওপর লাগানো হয়েছে ২ হাজার ২৫০ টাকার ট্যাগ। এই প্রতারণার জন্য জরিমানা আদায় করা হয়েছে ২০ হাজার টাকা। এছাড়া মদিনা খেজুর ঘরে মেয়াদোত্তীর্ণ খেজুর, জুস, কোমল পানীয়, নুডলসসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য পেয়ে এই দোকানেও ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে এসব পণ্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া বাসস্ট্যান্ডে ফলের দোকানে মূল্য তালিকা না থাকাসহ ভিন্ন অপরাধে মেসার্স পারভেজ ফল ভা-ারকে ৩ হাজার টাকা ও জাকিরের ফল দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে সহকারী পরিচালককে সহায়তা করেন স্যানিটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, দিদারুল রাসেল ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *